বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

চাঁদপুর আশিকাটি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে উন্মক্ত সভা

কামরুল ইসলাম চাঁদপুর :
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষে ২নং ওয়ার্ড উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। ২২ ফেব্রুয়ারি বিকালে হাপানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সোহাগ খানের সভাপতিত্বে ইউপি সচিব সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী। অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক মোঃ হাসিম খান, আইউব মাস্টার, বাচ্চু পাটওয়ারী, আবুল খায়ের মুন্সি, শুক্কুর মুন্সি, মিজান গাজী, আবদুল ওহাব মাস্টার, তাহের মৃধা, কাশিম মজুমদারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, তৃনমূলের মতামত নিয়ে সরকার উন্নয়ন করছে, আশিকাটির ইউনিয়নের উন্নয়নের লক্ষে প্রতিটি ওয়ার্ডেই উন্নয়নের জন্য ওয়ার্ড সভা করা হবে, আশিকাটি ইউনিয়ন থেকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিয়ে বন্ধের লক্ষ্যে কাজ করা হবে, সকল ধরনের অনিয়ম দূর করতে সকলকে সহযোগীতা করতে হবে। সরকারের উন্নয়ন গুলো মানুষের দৌড় ঘোড়ায় পৌছে দিতেই এ ওয়ার্ড সভার আয়োজন করা হয়েছে। ওয়ার্ডের সমস্যা, সম্ভাবনা নিয়েই পঞ্চবার্ষিকীর এ ওয়ার্ড সভা করা হচ্ছে। আশিকাটিকে একটি মডেল ও আলোকিত ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়েইকাজ করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com