বড়লেখায় নানান উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বহুল প্রচারিত পত্রিকা দৈনিক বাংলাদেশের আলো’র ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৪ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষ্যে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি তাহমীদ ইশাদ রিপনের আয়োজনে ও অনলাইন রিপোর্টার্স ক্লাবের সার্বিক সহযোগিতায় সোমবার রাত ৮ ঘটিকায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উৎসব মুখর পরিবেশে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ পারভেজের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের আলো উপজেলা প্রতিনিধি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সদর ইউপির চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুলতান আহমদ খলিল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, মহিলা সমবায় সমিতির সভাপতি রোকসানা বেগম, ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র পরিচালক কবির হোসেন, নিসচা’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, তারুণ্য শিল্পীগোষ্ঠীর সদস্য ছড়াকার তোফাজ্জল হোসেন শান্ত। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মীর মুজিবুর রহমান, প্রভাষক মুফিজুর রহমান রাসেল, দৈনিক গণমুক্তি উপজেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, সুপ্রভাত সিলেটের পরিচালক আহমেদ নোমান, দৈনিক আশ্রয় প্রতিদিন উপজেলা প্রতিনিধি শাহরিয়ান আহমেদ শাকিল, সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান, স্কাউটার ফাহমিদা আক্তার, উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য অসীন করসহ প্রমুখ। এসময় বক্তারা বলেন- সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা ইতোমধ্যে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। বড়লেখার উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনার ক্ষেত্রে বাংলাদেশের আলো পত্রিকার ভূয়সী প্রশংসা ও পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ।