নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজের ছাত্রী শাহনাজ পারভীন প্রিয়তার হত্যাকা-ের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০ টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক ও ক্লিনিক সংগঠনের উদ্যােগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বসুরহাট সরকারি মুজিব কলেজ অধ্যক্ষ সহ শিক্ষক বৃন্দ ও বামনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন, হাজারীহাট বিএম কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ চৌধুরী বাবুল,কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ ৭নং বাটইয়া ইউনিয়ন এর নব নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন শাহিন , সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিমউদ্দীন মিকন ও মুজিব কলেজের ছাত্র-ছাত্রী সহ স্থানীয় বেসরকারি ক্লিনিক, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আরও অনেকে।প্রধান অথিতির বক্তব্যে মেয়র মির্জা বলেন এই এলাকার মনে হয় কোন অভিভাবক নেই যদি থাকতো তা হলে একের পর এক হত্যা হচ্ছে এবং আইন শৃঙ্খলার বিগ্ন গড়তোনা।তিনি আরো বলেন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সহ প্রশাসনিক মহলের সমালোচনা করে বলে পুলিশ সকল অপরাধের সাথে জড়িত।তিনি তার বক্তব্যে এই বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রিয়তাকে নির্মমভাবে হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানানো হয়।কোম্পানীগঞ্জে আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে মর্ম্মে উদ্বেগ প্রকাশ করেন সকল বক্তারা।কলেজ ছাত্রী প্রিয়তা নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের নুর নবীর মেয়ে। উল্যেখ্য গত সমবার দিবাগত রাত শাহনাজ আক্তার পারভীনকে কে বা কাহারা কর্মস্থল থেকে বাড়ী যাওয়ার পথে হত্যা করে বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের পরিত্যক্ত জমিতে পেলে রেখে যায়।