বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান ৮ চিকিৎসকের

অলি উল্লাহ রনি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

চিকিৎসক সংকট নিরসনের মধ্যদিয়ে একশত শয্যায় উন্নীত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ক্ষেত্রে অবশেষে দৃশ্যমান অগ্রগতি হতে শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়নে নতুন পাঁচটি ভবন নির্মাণের মাধ্যমে সেই ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স একশত শয্যায় উন্নীত হলেও দীর্ঘদিন পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে চরম বেগ পেতে হয়েছে কর্মরত চিকিৎসক-নার্স সবাইকে। আশার কথা হলো এতদিন পর্যাপ্ত চিকিৎসক সংকট থাকলেও সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিয়েছেন নতুন ৮ চিকিৎসক। এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৪২তম ব্যাচের ওই ৮ সহকারী সার্জনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনপ্রশাসন শাখা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করেছে। নতুন ৮ জন চিকিৎসককে পেয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক-কর্মকর্তা কর্মচারী সবাই উৎফুল্ল। এই অনুপ্রেরণার অংশ হিসেবে ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে নতুন চিকিৎসকদের বরণে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. শোভন দত্ত সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত ৮ চিকিৎসককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহ ফাহিম ফয়সাল, সিনিয়র সার্জন ডা. রুবেল পালিত, ডেন্টাল সার্জন ডা. মহিম উদ্দিন, ডা. শামীমা সুলতানা, ডা. আতিকুর রহমান, ডা. জন্নাতুল শিরীন মুনমুন, ডা. সিরাজুম মনির, ডা. রিয়াসাদ আজিম ছিদ্দিকী, ডা. শারমিন আক্তার, ডা. ফয়সাল রানা, ডা. ইয়াছিন হাওলাদার, ডা. তামিয়া ইসলাম, ডা. তাহমিনা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সিনিয়র নার্স ও সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. শোভন দত্ত বলেন, নতুন আট চিকিৎসক যোগদানের মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ক্ষেত্রে অবশেষে দৃশ্যমান অগ্রগতি শুরু হয়েছে। অবকাঠামোগত উন্নয়নে স্বাস্থ্য কমপ্লেক্সটি একশত শয্যায় উন্নীত হলেও পর্যাপ্ত চিকিৎসক পোস্টিং না দেয়ায় রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে গিয়ে কর্মরত চিকিৎসক-নার্স সবাইকে বেগ পেতে হয়েছে। আশা করি এখন থেকে আমরা সেবার পরিধি আরো বাড়াতে পারবো জানা গেছে, এমবিবিএস ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৪২তম ব্যাচে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা নতুন ৮ চিকিৎসকের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী। তাদের তিনজনের বাড়ি চকরিয়ায় দুজনের বাড়ি জেলার নতুন উপজেলা ঈদগাওয়ে, একজনের বাড়ি লোহাগাড়া, একজনের বাড়ি কুতুবদিয়া ও অপরজনের বাড়ি টাঙ্গাইল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com