ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১৭টি চুল্লি ভেকু দিয়ে ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (০২ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বালিয়া ইউনিয়নসহ চারটি স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বন উজার করে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে ব্যবসা পরিচালনার দায়ে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ১৭টি চুল্লি ভেঙে গুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি জানান, পরিবেশ দূষনকারী ও অবৈধ কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সকল জায়গায় পরিবেশ দুষণ হয় সেখানে অভিযান করে তা বন্ধ করে দেওয়া হবে। সেই কারণে বাস্তা নাহিদ মিয়া ও নুরু অবৈধ ১৭ টি চুল্লি গুড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ঔই কর্মকর্তা। এই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বন কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন।