বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

রাণীনগরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২

নওগাঁর রাণীনগর থানা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাউল,ডাল,তেল,গ্যাস,বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতী এবং দূর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে নওগাঁ-আত্রাই রাস্তার পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। রাণীনগর থানা বিএনপি’র আহ্বায়ক রোকুনুজ্জামান খান রুকু এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দীন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সদস্য ও রাণীনগর-আত্রাই আসনে গত সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী রেজাউল ইসলাম রেজু শেখ। এছাড়া রাণীনগর থানা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আতিকুজ্জামান ভিপি,মোসারব হোসেন,সদস্য এসএম আল ফারুক জেমস,নজরুল ইসলাম মাস্টার,একেএম জাকির হোসেন,মেজবাউল হক লিটন,নয়ন খাঁন লুলু,থানা মহিলা দলের সাধারণ সম্পাদক তহমিনা আক্তার রুহি,থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন,আতিকুল ইসলাম জেমস,সিরাজ এ আলম সিরাজ,ফরহাদ আলী মন্ডল,থানা ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল,থানা শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি, থানা সেচ্ছা সেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদুল হাসান বেলালসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতা/কর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com