শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
বিজয় ছিনিয়ে নিতে ষড়যন্ত্র চলছে: নজরুল ইসলাম খান পতিত আ’লীগ সরকারের কবল থেকে ভিক্ষুকরাও রেহাই পায় নাই : ডা. শফিকুর রহমান জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই : তারেক রহমান ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক ডিসি মশিউর সাত দিনের রিমান্ডে ভারতে ‘অবৈধ’ শেখ হাসিনা, এখন কী পদক্ষেপ নেবে ভারত দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে ফোন নম্বর মুখস্থ থাকাই কাল হলো তোফাজ্জলের? আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ মুসল্লিদের প্রতিরোধের মুখে স্বৈরাচারী হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন আইন নিজের হাতে তুলে নেয়া দেশের জন্য অশনিসংকেত: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

প্রধানমন্ত্রীর নির্দেশে সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগকে সুসংগঠিত করা হচ্ছে-খায়রুজ্জামান লিটন

খাইবুর রহমান রাজশাহী :
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ দিয়েছেন। বাংলাদেশে স্বাধীনের পর দেশের কল্যাণে কাজ শুরু করেন বঙ্গবন্ধু। কিন্তু বঙ্গবন্ধু শহীদ হওয়ার কারণে কাজ সমাপ্ত করতে পারেননি। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ স্বপ্নের সোনার বাংলা গড়ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা।’ রোববার দুপুরে উপজেলা চত্বরে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপজেলা ও জেলা পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা ও জেলা পর্যায়ে সম্মেলন করে আওয়ামী লীগকে সুসংগঠিত করা হচ্ছে।’ তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আবারো সক্রিয় হচ্ছে বিএনপি-জামায়াত। তারা ২০১৪ সালের মতো আবারো আগুন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, মানুষকে পুড়িয়ে হত্যা করার অপচেষ্টা করতে চাইলে তাদের শক্তভাবে প্রতিহত করা হবে। রাসিক মেয়র বলেন, বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল, কয়লাভিত্তিক রামপাল থার্মাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর সহ দেশে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে ঘুরছে। এখন বঙ্গবন্ধ-২ স্যাটেলাইট পাঠানোর ব্যবস্থা হচ্ছে। দেশে খাদ্য শস্যের বাম্পার ফলন হচ্ছে, অনেক খাদ্য শস্য মজুদ রয়েছে। আমরা ১১ লক্ষ রহিঙ্গাকে খাওয়াতে পারছি। বছরের প্রথমে শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। বাংলাদেশে ক্রিকেট ও ফুটবল দল যেভাবে একের পর এক জয় লাভ করেছে, তা আমাদের অত্যন্ত গর্বের। দেশে যে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে, এগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। মানুষকে বুঝাতে হবে, তাদের জাগ্রত করতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীবান্ধব প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের মেয়েদের সম্মান দিয়েছেন, নারীরা রাজনৈতিক করছে, নির্বাচন করছে, র‌্যাব, বিজিবি সহ সর্বক্ষেত্রে কাজ করছে, এমনকি শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের মেয়েরা বিদেশে গিয়ে পুরুষ সঙ্গীদের সাথে শান্তি মিশনে একসাথে কাজ করছে। শুধু তাই না আমাদের মেয়েরা হেলিকপ্টার নিয়ে আফ্রিকার আকাশে উড়ছে। এটা আমাদের গর্বের। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় দোয়া করি, তিনি যাতে দীর্ঘদিন সুস্থ্য থেকে বাংলাদেশকে আরো উচুঁতে নিয়ে যেতে পারেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করেছেন। যারা দেশের স্বাধীনতা মানে না, যারা দেশের উন্নয়নকে মেনে নিতে পারে না, যারা পেছনে দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, দেশের উন্নয়ন ব্যাহত করতে চায়, তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই। বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কেউ নাই, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও বিএমডিএ এর চেয়ারম্যান বেগম আখতার জাহান এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আয়েন উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। সম্মেলনের উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা আওয়ালী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। সম্মেলনে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ আব্দুস সালাম। সঞ্চালনা করেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মফিজ উদ্দিন কবিরাজ। সম্মেলনে আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা। এরআগে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রথম অধিবেশনের পর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে পুনরায় এ্যাড. মোঃ আব্দুস সালামকে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অধ্যক্ষ মোঃ মফিজ উদ্দিন কবিরাজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com