বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

মৌলভীবাজারের আইনজীবী ও সাংবাদিক আবুল কালাম জিলা আর নেই

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক আবুল কালাম জিলা আর নেই (ইন্না লিল্লহি………..রাজিউন)। তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ মার্চ বুধবার সকাল ৬টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভূগছিলেন। নিরহংকার, সহজ-সরল ও সদালাপি আবুল কালাম জিলা মৃত্যুকালে স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে সরকারী কৌশুলী হিসেবে দায়িত্ব পালনকারী আইনজীবী ও সাংবাদিক আবুল কালাম জিলা জাতীয় দৈনিক খবর পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সদস্য ছিলেন। এদিনই (৯ মার্চ বুধবার) দুপুর আড়াইটার দিকে আবুল কালাম জিলার মরদেহ মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে আনা হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান সাংবাদিক ও আইনজীবীসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। পরে বিকাল ৩টায় প্রেসক্লাব প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। প্রথম জানাযায় ইমামতি করেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শামছুল ইসলাম। এরপর বিকাল ৫টায় তার নিজ বাড়ি বিনয়শ্রী (কদমহাটা) গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com