বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

কোটি টাকা মূল্যের হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আল আমিন হোসেন চলনবিল (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ১২ এর অভিযানিক দল। (৯ মার্চ বুধবার) বিকাল ৪টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর কোম্পানীর অভিযানিক দল টাঙ্গাইলের কালিহাতি থানার এলেঙ্গা বাস¯ট্যান্ডের ইউনিক ডিজিটাল হসপিটাল এর সামনে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ৪টি মোবাইল জব্দ করে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীরা-চাপাইনবাবগঞ্জ জেলা সদরের ফুলকুড়ি সিএমবি ঘাট এলাকার আঃ সাত্তার এর স্ত্রী ফুলেরা বেগম, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক গ্রামের সাদিকুল ইসলাম এর ছেলে মামুন আলী(১৯) ও মৃত মোক্তার হোসেনের ছেলে সোলেমান আলী(৫০)। র‌্যাব ১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ তাদেরকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com