বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

ইমরানের নতুন গানে সৌমি

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। গানটির শিরোনাম ‘কে রাখে আমারে’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানে ইমরানের সঙ্গে মডেল হিসেবে থাকছেন সৌমি। ত্রিভুজ প্রেমের দারুণ গল্পে গান ভিডিওতে মডেল হয়েছে ইমরান, সেমন্তি সৌমি ও আদর। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
ইমরান বলেন, জিসান খান শুভ আমার পছন্দের একজন সুরকার । ওর গীতিকবিতা গুলোও চমৎকার। প্রথমবার জিসানের কথা ও সুরে গান করলাম। খুবই চমৎকার কথা ও সুরের গান ‘কে রাখে আমারে’। আর চন্দন দা’র ভিডিও মানেই ভিন্ন কিছু । এবারও তার ব্যতিক্রম হয় নি। সব মিলে গানটিতে শ্রোতা-দর্শকরা ভিন্ন কিছু চমক পাবে। আশা করছি তাদের ভালো লাগবে গানটি। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গতকাল ১০ মার্চ, বৃহস্পতিবার তাদের ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘কে রাখে আমারে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাপে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com