শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমানের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ

শাহজাহান সাজু :
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকালে রাজধানীর বনানী এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক লিফলেট বিতরণ করেন।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শনিবার দুপুরে বনানী কার্চা বাজার থেকে লিফট বিতরণ শুরু করা হয়। এ সময় ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, জনগণের উপর দ্রব্যমূল্য চেপে বসেছে সে জন্য বিএনপি কর্মসূচি দিয়েছে। জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ কর্মসূচি।
তিনি বলেন, গত ২৬ তারিখ জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি সমাবেশ করেছে। সেখানে লক্ষ্য জনতার সামনে আমরা বলেছি দ্রব্যমূল্য কমাতে হবে। গত ২৮ তারিখ সকল মহানগরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ হয়েছে এবং লিফলেট বিতরণ হয়েছে। দুই তারিখ দেশের সকল জেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়েছে। এরপর ৫ তারিখ সকল উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়। গতকাল শনিবার ১২ তারিফ দেশের গ্রাম-গঞ্জে, হাট-বাজারে, বন্দরে, বাসস্ট্যান্ডে, লঞ্চ টার্মিনালের লিফলেট বিতরণ করা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ তারিখ বাম জোটের হরতালের প্রশংসা করে তিনি বলেন, দ্রব্যমূল্য কমানোর দাবিতে বাম মোর্চা যে কর্মসূচি দিয়েছে তা অবশ্যই ভালো। এই কর্মসূচিতে আমাদের সহায়তা ও সমর্থন থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com