বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেটে সিপিবির সমাবেশ

সিলেট ব্যুরো :
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেট বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে শনিবার বিকেল সাড়ে চারটায় নগরের আম্বরখানা পয়েন্টের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল হাছানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অনিরুদ্ধ দাশ অঞ্জন, সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন,উদীচী সিলেট জেলার সহসভাপতি রতন দেব, যুব ইউনিয়ন সিলেটের সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন ও ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক। সমাবেশে বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষের পকেট কেটে নিচ্ছেন। বর্তমান সরকারের কর্তা ব্যক্তিদের বক্তব্যে ব্যবসায়ী সিন্ডিকেট আরও উৎসাহিত হচ্ছে।’ বক্তারা আরও বলেন, ‘অবিলম্বে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দুর্নীতিমুক্ত টিসিবি এবং ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে। মূল্যবৃদ্ধির ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com