বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

মৌলভীবাজার আলী আমজাদ সবাউবি’র কার্নিভালে আনন্দে মাতলেন ছাত্রীরা

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২

মৌলভীবাজারের আলী আমজাদ সবাবি’র কার্নিভালে আনন্দে মাতলেন ছাত্রীরা। শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (সবাউবি) এর ছাত্রীদের আয়োজনে গত শুক্রবার অনুষ্ঠিত “কার্নিভাল ২০২২” অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দে মেতে উঠেন সাবেক ও বর্তমান ছাত্রীরা। দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শহর প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে ফিরে এসে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ প্রমুখ অতিথিবৃন্দ। তারা বর্তমান ছাত্রীদেরকে ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হওয়া এ বিদ্যালয়ের সাফল্যম-িত ইতিহাস সম্পর্কে অবগত করেন। এসময় বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদ্যালয়ের সাথে জড়িত বিভিন্ন স্মৃতি এবং অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন। সন্ধ্যার পর বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর শুরু হয় প্রধান সাংস্কৃতিক আয়োজন। এতে প্রধান আকর্ষণ ছিলো বিখ্যাত ব্যান্ড দল শিরোনামহীন ও কুঁড়েঘর। ব্যান্ড দলের শিল্পীদের পাশাপাশি একে একে গান পরিবেশন করেন সিলেট ও শ্রীমঙ্গলের শিল্পীরা। এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার উত্তরসূরী মৌলভীবাজার ২ সংসদীয় আসনের সাবেক এমপি নবাব আলী আব্বাস খান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিকু প্রমুখ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে স্থানীয় ক্যাবল অপারেটর এমসিএস। পুরো অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো দেশ বিদেশে সিলেটি ডটকম, আই নিউজ ডটনিউজ ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com