মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফুসফুস ক্যানসারের ৫ লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ জামিন পেয়েছেন পরীমনি ইসলামে সম্পদ বণ্টনের মূলনীতি শাহজাদপুরে গো-খাদ্যের দাম বেশি হওয়ায় লোকসানে খামারীরা পার্বত্য ভিক্ষুসংঘের উপসংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর সাথে সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষাৎ সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ভিসা’র স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর ৫ আগস্টের পর বিএনপি আরও শক্তি নিয়ে জেগে উঠেছে: চরফ্যাশনে যুবনেতা নয়ন ক্রীড়া-সংস্কৃতির মাধ্যমে দেশ-বিদেশে সম্মান বৃদ্ধি করা যায়-মিজানুর রহমান (ইউএনও) সলঙ্গায় উপজেলা চাই দাবিতে মানববন্ধন তাড়াশে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিষেধাজ্ঞার পরও যেভাবে ঢাকায় আসলেন সানি লিওন

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২

নিষেধাজ্ঞা থাকার পরও ঢাকায় এসেছেন সানি লিওন নামে পরিচিত বলিউড অভিনেত্রী কারেনজিৎকৌর ওয়েবার। গত শনিবার বিকেল সোয়া ৫টার দিকে সানি লিওন তার ফেসবুক পেজে পোস্ট করা ছবির সঙ্গে লিখেছেন, ‘সুন্দর এই দেশে এসে ভীষণ আনন্দ হচ্ছে।’ এর আগে গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। শামিম আহমেদ রনির পরিচালনায় ‘সোলজার’ নামের একটি সিনেমায় কাজ করার কথা ছিল তার।। তবে গত ৯মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির অনুমতি বাতিল করা হয়। কিন্তু তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক সানি লিওনের অনুমতি বাতিল করার কথা জানানো হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে। জানা গেছে, সানি লিওন ওয়ার্ক পারমিট না পেয়ে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন। তিনি কোনো ধরনের শুটিংয়ে অংশ নিতে পারবেন না। সানি লিওন বাদে অন্যান্য ভারতীয় শিল্পীরা কিছু শর্ত মেনে ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত শুটিংয়ে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। এরপর তিনি বাংলাদেশে আমেরিকান পাসপোর্টে প্রবেশ করেছেন ট্যুরিস্ট ভিসায়। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন। শনিবার (১২ মার্চ) বিকেলে আমেরিকান পাসপোর্ট নিয়ে তারা বাংলাদেশে এসেছেন।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের ডিউটি অফিসার মো. খায়রুল বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন সানি লিওন। তার প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। তিনি আমেরিকার নাগরিক হিসেবে এসেছেন। তার কাছে বৈধ ভিসা ছিল। সব কাগজপত্র ঠিক থাকায় সানি লিওনের ইমিগ্রেশন সম্পন্ন করে দেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে। বাংলাদশে প্রবেশ করতে দেওয়া হলেও তার শ্যুটিং করতে মানা রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। এর আগে শনিবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সানি লিওন। তাতে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ওয়েলকাম টু বাংলাদেশ। ছবির ক্যাপশনে সানি লিওন লেখেন, সুন্দর এ দেশটিতে এসে আমি খুব খুশি। জানা গেছে, ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে গেছেন গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নিয়েছেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। তারা তিনজন মিলে একটি সেলফিও তুলেছেন। সেটি শেয়ার দিয়ে তাপস লিখেছেন, সময় এখন উদযাপনের। গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com