(২২শে মার্চ) রোজ মঙ্গলবার. নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন নোয়াখালী জেলা শাখার উদ্যেগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে জনাব মোঃ রেজ্জাকুল হায়দারের (উপ-পরিচালক নোয়াখালী জেলা)সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব দেওয়ান মাহবুবর রহমান (জেলা প্রশাসক নোয়াখালী), বিশেষ অতিথিঃজনাব এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীদ (যুগ্ম আহবায়ক নোয়াখালী জেলা আওয়ামী লীগ)। এছাড়াও উপস্থিত ছিলেন,ইসলামী ফাউন্ডেশন নোয়াখালী জেলা শাখার আলেম ওলামা সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথিরা ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠায় বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন। তারা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২শে মার্চ এক অধ্যাদেশ বলে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৭৫ সালের ২৮শে মার্চ ইসলামী ফাউন্ডেশন” এ্যাক্ট প্রণীত হয়। তিনি এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ইসলাম প্রচার ও প্রসারের জন্য এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইসলাম প্রচার ও প্রসারে তাঁর অবদান অবিস্মরণীয়। আলোচনা শেষে মুনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়।