শনিবার, ১৮ মে ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশ্বমানের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি রাসূল (সা.)-এর সীরাত থেকে শিক্ষা নিয়ে দৃঢ় শপথবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে—ড. রেজাউল করিম চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রাজনীতিবিদেরা অর্থনীতিবিদদের হুকুমের আজ্ঞাবহ হিসেবে দেখতে চান: ফরাসউদ্দিন নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক হামাসের অভিযানে ১২ ইসরাইলি সেনা নিহত আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় গাজানীতির প্রতিবাদে বাইডেন প্রশাসনের ইহুদি কর্মকর্তার লিলির পদত্যাগ

উন্নয়নের যানজটে অতিষ্ঠ রাজধানীবাসী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২

যানজট এখন রাজধানীবাসীর নিত্যদিনের যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। তীব্র যানজটে অতিষ্ঠ নগরবাসী। সকাল থেকে রাত পর্যন্ত লেগেই থাকে যানজট। চৈত্রের গরমে দিনের বেলায় যা হয়ে উঠে অসহনীয়। যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে রাজধানী জুড়ে চলমান নানা উন্নয়ন কর্মকা-। একই সঙ্গে চলছে মেট্রোরেল, উড়াল সড়কের কাজ। সেই সঙ্গে সড়কে অন্যান্য খোঁড়াখুঁড়ি তো আছেই।
মিরপুর, ফার্মগেট, মগবাজার, রামপুরা এলাকায় যানজটের মাত্রাটা যেন কয়েক গুণ বেড়ে গেছে। সব পয়েন্ট পাড়ি দিতে এক থেকে দুই ঘণ্টা বা তারও বেশি সময় লাগছে। প্রায় ৮-৯ মাস ধরে এক পাশ বন্ধ হয়ে আছে মিরপুর এলাকার শেওরাপাড়া থেকে মিরপুর-১২ এর সড়কটি।পূর্ব পাশের ছোট্ট রাস্তায় দুমুখী যান চলাচল করছে। কোন নির্দেশনা ছাড়াই ফার্মগেটে সড়কের অনেকটা জুড়ে চলছে পাইলিংয়ের কাজ।
মিরপুর সড়কের এ বেহাল দশার কারণে কল্যাণপুর সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ। তাই কল্যাণপুর থেকে আসাদগেট আসতেই লেগে যাচ্ছে কয়েক ঘণ্টা। এছাড়াও বাংলামটর থেকে মগবাজার পর্যন্ত সড়কের একপাশ কেটে চলছে সুয়ারেজ লাইন বসানোর কাজ। এসব সড়কে গাড়ি চলাচলে বাধার কারণে পুরো শহরে মাকড়সার জালের মতো ছড়িয়ে পরছে যানজট। বাড়েই চলছে জনভোগান্তি। সড়কে কোন বাস চলতে পারছে না। বাসগুলোর চাপ তৈরি হয়েছে আশপাশের অন্যান্য সড়কে। যা চেইর রিয়াকশনের মতো ছড়িয়ে পরছে বিভিন্ন সড়কে। এমন যখন পরিস্থিতি, তখন যানজট সহনীয় করতে বিকল্প কোন উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা মনে করছেন, বড় উন্নয়ন প্রকল্পগুলো শেষ না হলে যানজটের ভোগান্তি কমবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com