বিচার বিভাগ, রাজশাহীর আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতার ৫১তম বার্ষিকী উদযাপিত হয়েছে। রাজশাহীতে সদ্য যোগদানকৃত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আছাদুজ্জামান এর নেতৃত্বে সকল বিচারক ও কর্মচারীদের উপস্থিতিতে সকাল সাড়ে ৭ ঘটিকায় স্বাধীনতা স্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর জেলা জজ আদালত চত্ত্বরে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ এর অনুষ্ঠান উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আছাদুজ্জামান। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ভাষা শহিদ, ২৫ মার্চ ১৯৭১ সালে শাহাদাত বরণকারী সহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং যে ২ লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে তাঁদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর সকলের উপস্থিতিতে ৫১তম স্বাধীনতা দিবসের কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। সকাল সাড়ে ১০ ঘটিকায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সকল বিজ্ঞ বিচারক ও কর্মকর্তার উপস্থিতিতে “বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ আছাদুজ্জামান। সেমিনারের আলোচ্য বিষয়ে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম। তিনি লিখিত প্রবন্ধে কিভাবে মহান স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খোকা থেকে মুজিব ভাই, তারপর বঙ্গবন্ধু ও অতঃপর জাতির জনকে পরিনত হন তা উল্লেখ করেন। এছাড়াও কিভাবে তিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাকে পূর্ণরুপ দান করেন সে বিষয়ে আলোকপাত করা হয়। এরপর বঙ্গবন্ধুর স্বল্প সময়ের শাসনামলে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পররাষ্ট্রনীতির অভুতপূর্ব সাফল্য সম্পর্কে আলোচনা করা হয়। সর্বশেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে শাহাদাত বরণকারী সকল শহীদের স্মৃতির প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আয়োজিত সেমিনারে আরো উপস্থিত ছিলেন রাজশাহীর জন-নিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ, শ্রম আদালতের চেয়ারম্যান গোলক চন্দ্র বিশ্বাস, মানব পাচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ লিয়াকত আলী মোল্লা, রাজশাহীর বিভিন্ন ট্রাইব্যুনালের কর্মরত জেলা ও দায়রা জজ পর্যায়ের মাননীয় বিচারক বৃন্দ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল বাহার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজবৃন্দ, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজবৃন্দ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ পদমর্যাদার বিচারকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রাজশাহী শিক্ষাবোর্ড
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র উদ্যোগে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” ২৬ মার্চ ২০২২ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদ্যাপন করা হয়। প্রথম প্রহর ১২টা এক মিনিটে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৯ টায় চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বোর্ড চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। চেয়ারম্যন প্রফেসর মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় আলোচনা সভা এবং পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সভাপতি (ভারপ্রাপ্ত), বাংলাদেশ আওয়ামীলীগ, রাজশাহী মহানগর শাখা। তিনি তাঁর আলোচনায় মহান মুক্তিযুদ্ধে অকুতোভয় বাঙালীর বীরত্বগাঁথা নিয়ে স্মৃতিচারণ করেন। আলোচনায় অংশ নেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব জনাব মো: হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো: আরিফুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মো: বাদশা হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) ও সভাপতি, অফিসার্স কল্যাণ সমিতি জনাব মো: মুঞ্জুর রহমান খান এবং সভাপতি, কর্মচারী ইউনিয়ন জনাব মোহা: হুমায়ূন কবীর (লালু)। অনুষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যান মহোদয় তাঁর বক্তব্যে বলেন- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কোন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিলনা। এটি ছিল এই ভূ-খন্ডের জনগোষ্ঠীর সত্যিকারের স্বাধীনতার সংগ্রাম। তিনি একাত্তরের মতো ঐক্যবদ্ধ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের “সোনার বাংলা” বিনির্মাণে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব ও কর্তব্য পালনে এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের চেতনার আলোয় আলোকিত হয়ে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) জনাব এস.এম. গোলাম আজম। বাদ আছর মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বোর্ড মসজিদে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।