সারাবিশ্বেই রয়েছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী। তাই তো সুরক্ষার কথা চিন্তা করেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও প্রায় সব অ্যাপের পক্ষ থেকে নিয়মিত আপডেট পাঠানো হয়। হ্যাকারদের হাত থেকে গ্রাহককে সুরক্ষিত রাখা ছাড়াও নতুন ফিচার যুক্ত করার জন্যেও আপডেট পাঠানো হয়। কিছু কিছু আপডেট নিজেদের করতে হয়। আবার কিছু আপডেট প্লে স্টোর থেকে নিজে থেকেই আপডেটগুলো ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যায়। তবে চাইলে এই ফিচার বন্ধ করা সম্ভব।
অটোমেটিক আপডেট বন্ধ করে ম্যানুয়ালি সব আপডেট ইনস্টল করে নিতে পারেন। তবে একেবারেই আপডেট না করে থাকা যাবে না। এতে আপনি যদি অনেক দিনের পুরোনো অ্যাপ ভার্সন ব্যবহার চালিয়ে যান, তাহলে পরে খেসারৎ দিতে হতে পারে।
চাইলে কোনো নির্দিষ্ট একটি অ্যাপের অতো ডাউনলোড অপশন বন্ধ করতে পারেন। আবার আপনি চাইলে একসঙ্গে সব অ্যাপের অটো ডাউনলোড ফিচার বন্ধ করে দিতে পারেন। তবে চলুন জেনে নিন কীভাবে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ অটো আপডেট বন্ধ করবেন-
> আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে প্লে স্টোর ওপেন করুন। > ডান দিকে উপরে প্রোফাইল অপশন সিলেক্ট করলে একটি ড্রপ ডাউন মেনু ওপেন হবে। > এখানে সেটিংস অপশন সিলেক্ট করুন।
> এরপরে নেটওয়ার্ক প্রেফারনেস (Network Preferences) অপশন এক্সপ্যান্ড করুন।
> এবার অটো আপডেট অ্যাপস অপশন ট্যাপ করুন। এখানে অপ আপ মেনুতে একাধিক অপশন দেখতে পাবেন।
> ডোন্ট অটো আপডেট অ্যাপস অপশন বেছে নিন। এর পরে আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে নিজে থেকে আর কোন অ্যাপ অথবা গেম আপডেট হবে না।
যদি একটি নির্দিষ্ট অ্যাপ আপডেট বন্ধ করতে চান তাহলে- > প্লে স্টোর ওপেন করে যে অ্যাপের অটো আপডেট বন্ধ করতে চান সেই অ্যাপ ওপেন করুন। > এবার ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন। > এরপর এনাবেল অটো আপডেট বক্স আনচেক করে দিন। সূত্র: টেক টাইমস