সমুদ্র উপকূলে চরঘেরা ও বেহুন্দি জালসহ অবৈধ সব ধরণের জালের ব্যবহার রোধে তৎপর রয়েছে কুমিরা নৌ-পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৮ মার্চ বিকাল ৩ টা থেকে ৫টা পর্যন্ত আকিলপুর থেকে বাঁশবাড়িয়া সমুদ্র উপকূল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম অঞ্চল নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমাের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মোঃ একরাম উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ৯ টি চরঘেরা জাল ও ২৫০ টি বাঁশ জব্দ করা। পরে আগুনে পুড়ে ও কেটে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের পরিমাণ ৪৫ হাজার মিটার যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ ৭৫ হাজার টাকা এবং বাঁশের মূল্য আনুমানিক ১২ হাজার ৫’শ টাকা। কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মোঃ একরাম উল্লাহ বলেন, অবৈধ জাল নিষিদ্ধে সমুদ্রে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।