বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

কঙ্গোয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত হয়েছেন। নিহতরা সবাই দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন। খবর রয়টার্স।
গত মঙ্গলবার কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ঘটে। নিহতদের ৬ জন পাকিস্তানের সেনা কর্মকর্তা। বাকি দুজন রাশিয়া ও সার্বিয়ার শান্তিরক্ষী বলে খবরে উল্লেখ করা হয়েছে। গতকাল  বুধবার জাতিসংঘের বরাত দিয়ে বার্তাসংস্থাটি আরো জানায়, গতকাল বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের মধ্যে সংঘের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহতদের মরদেহ উদ্ধারের পর গোমায় নিয়ে আসা হয়েছে।
লড়াইয়ের মধ্যে হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মনুস্কো নামে কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন।
হেলিকপ্টার দুর্ঘটনায় পাকিস্তান আর্মির যারা নিহত হয়েছেন তাদের মধ্যে দুজন মেজর একজন কর্নেল। দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে তাদের নাম প্রকাশ করেছে।
পাকিস্তানের সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস’র (আইএসপিআর) বরাত দিয়ে প্রকাশিত সেনাসদস্যদের নাম- লেফটেন্যান্ট কর্নেল আসিফ আলী আওয়ান (পাইলট), মেজর ফাইজান আলী, মেজর মোহাম্মদ সাদ নোমানী (কো পাইলট), নায়েব সুবেদার সামি উল্লাহ খান (ফ্লাইট ইঞ্জিনিয়ার), হাবিলদার মোহাম্মদ ইসমাইল (ক্রু চিফ) এবং মোহাম্মদ জামিল।
২০১১ সাল থেকে কঙ্গোয় জাতিসংঘ মিশনে একটি বিমান চলাচল ইউনিট মোতায়েন রেখেছে পাকিস্তান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com