জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বরমান হোসেন যোগদান করার পর থেকেই পাল্টে গেছে উপজেলার চিত্র। তিনি ছুটে চলেন ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার স্কুল কলেজ মাদ্রাসা প্রাইমারীস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মানুষের যে কোন সমস্যায় ছুটে যান তাদের কাছে। শুধু তাই নয় মসজিদ মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানেও রয়েছে অগ্রণী ভূমিকা। পাঁচবিবিতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ভাস্কর্যে অতর্কিতভাবে পরিদর্শন করছেন তিনি। যোগদানের পর থেকে পাঁচবিবিতে আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। এছাড়াও মাদক ও বাল্যবিবাহের কুফল থেকে মানুষকে সচেতন করে তুলতেও তিনি সাহসী ভুমিকা পালন করে আসছেন। অন্যান্য মানবিক কাজে নিজেকে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রেখেছেন। পাঁচবিবি উপজেলার মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অর্পিত দায়িত্ব বাস্তবায়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি। প্রতিদিন সকাল হলেই তিনি দাপ্তরিক কাজ শেষ করে বেরিয়ে পড়েন উপজেলার বিভিন্ন হাট-বাজারে। বাজার মনিটরিং এবং কৃষকের ন্যায্য প্রাপ্য আদায়েও রয়েছে তার বিশেষ নজরদারি। উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন বলেন, আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। উপজেলাবাসীকে নিরাপদ রাখতে যা যা করা প্রয়োজন তা আমরা করছি। তবে সবার প্রতি আমার অনুরোধ আপনারা যে কোন সমস্যায় আমাকে স্বরন করবেন, আমি আপনাদের ডাকে অবশ্যই সারা দিবো। ইনশাআল্লাহ্