মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::

রমজানুল মোবারক শুভেচ্ছা জানিয়েছে মোঃ রিটুইট প্রধান

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা সময়ের পরিক্রমায় রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে সিয়াম সাধনার পবিত্র মাহে রমজান আবারও পূণ্যময় হয়ে ফিরে এসেছে আমাদের মাঝে। বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রিটু প্রধান জানিয়েছেন, সবাইকে রমজানুল মোবারক। পবিত্র রমজানের শিক্ষা ক্ষমা, সহানুভুতি, সহনশীলতা, আদর্শ আমাদের সবাইকে উজ্জীবিত করুক। পবিত্র মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস। রমজান সিয়াম সাধনা, তাকওয়া ও বরকতের মাস। রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভেরও মাস। এ মাস ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। দেশবাসী সকলের প্রতি আহ্বান জানিয়ে রিটু প্রধান বলেন আশ পাশের দুস্থ দরিদ্রদের প্রতি মাহে রমজানের এই দিনে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন বিশেষ করে সমাজের যেই দরিদ্র শ্রেণির মানুষদের আমরা অবহেলা এবং উপেক্ষা করে এসেছি। নিজেদের উপোযোগী সিদ্ধান্ত নিয়ে তাদের কথা ভুলে গিয়েছি। এই পবিত্র রমজানে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং একে আল্লাহ তায়ালার ক্ষমা পাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করি। আসুন আমরা তারাবি নামাজ আদায় করি এবং ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ বছরের রমজান মাস পালন করি। সংযম পালনের এই মহান মাসে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিহত করে এবং স্বাস্থ্য বিধি মেনে চলে একে অপরকে সাহায্য করি। আল্লাহ আমাদের সকলকে সংযম সাধনের মাধ্যমে পবিত্র রমজান পালনের তৌফিক দান এবং দৃঢতার সাথে এই মহামারি থেকে পরিত্রানের শক্তি প্রদান করুন। রিটু প্রধান বলেন, পবিত্র রমজান উপলক্ষে আমরা দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ। পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় আহ্বান জানাই। আসুন, আমরা সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com