‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বস্থ্য’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: আবু হেনা মো. রায়হানুউজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জাহিদ নজরুল চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান চৌধুরী ও রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান প্রমুখ। বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের উপর বিস্তারিত আলোচনা করেন।