সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

অবশেষে ২৯৫ ধারায় জামিন পেলেন বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডল

হুমায়ুন কবির মুন্সীগঞ্জ :
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২

শ্রেণিকক্ষে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া মুন্সীগঞ্জের শিক্ষক হৃদয় চন্দ্র ম-লের জামিন মঞ্জুর হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়ার আদালত রোববার দুপুর সোয়া ১টার দিকে শুনানি শেষে হৃদয় চন্দ্র ম-লের জামিন মঞ্জুর করেন। পাঁচ হাজার টাকা মুচলেকায় তাঁকে জামিন দেন বিচারক। বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের শিক্ষক হৃদয় ম-লের আইনজীবী শাহিন মোহাম্মদ আমানুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৩ মার্চ ও ২৮ মার্চ আদালতে হৃদয় ম-লের জামিন চাওয়া হয়। সে সময় আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। এ সময় আদালতে বিভিন্ন জেলার বামফ্রন্টের ৮-১০জন কমরেড উপস্থিত ছিলেন। কমরেড হামিদা খানম জানান, নারায়নগঞ্জের কমরেড বিমল কান্তি দাস, নাটোরের কমরেড মো: ইদ্রিস আলী, পঞ্চগড়ের কমরেড মো: আকরাম এবং মুন্সীগঞ্জের কমরেড শ.ম. কামালা, হিন্দু বৌদ্ধ ও খিস্টান পরিষদের সভাপতি বাবু সমরঘোষ। কমরেড হামিদা খানম দাবী করেন হৃদয় চন্দ্র মন্ডলের পরিবারের নিরাপত্তা এবং স্কুলে তার শিক্ষকতায় ফিরে যাওয়ারও দাবী জানান। বাংলাদেশ দ-বিধি আইনের ২৯৫ক ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বাংলাদেশের যে কোনো নাগরিকের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অসদুদ্দেশ্যে লিখিত বা মৌখিক বক্তব্য দ্বারা কিংবা দৃশ্যমান অঙ্গভঙ্গি দ্বারা সংশ্লিষ্ট ধর্মটিকে বা কারো ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা করে বা অবমাননার চেষ্টা করে। গত মঙ্গলবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে ফৌজদারি মামলা দায়ের করেন হৃদয় মন্ডলের আইনজীবী হৃদয় ম-লের আইনজীবী শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। সেদিন মামলাটিতে আসামির জামিন শুনানি ১০ এপ্রিল শুনানির জন্য ধার্য করেন আদালত। এর আগে গত ২৩ ও ২৮ মার্চ আদালতে তার জামিন চাওয়া হয়েছিল। সে সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় চন্দ্র ম-লের বিরুদ্ধে গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে মামলাটি করেন। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। পিনপতন নীরবতায় জামিনের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেছেন অভিযুক্ত শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানুল্লাহ। সরকার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু। হৃদয় মন্ডলকে গ্রেপ্তারের ১৯ দিনের মাথায় তৃতীয় দফায় এ জামিন শুনানি অনুষ্ঠিত হল। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, মামলার পরিপ্রেক্ষিতেই ওই শিক্ষককে গ্রেপ্তার করে সম্মানের সঙ্গে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠান। তদন্তের বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, মামলাটি স্পর্শকাতর। খুঁটিনাটি বিষয়ে গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। তদন্ত প্রতিবেদন দিলেই প্রকৃত ঘটনা বলা যাবে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আমরা বিদ্যালয়ের একাধিক ছাত্রের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় ধারণ করা অডিও, ভিডিও শুনেছি। সব মিলিয়ে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে।’ নাম প্রকাশ না করার শর্তে ওই ঘটনা সম্পর্কে ওই বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ২০ মার্চ দশম শ্রেণির মানবিক শাখার সাধারণ বিজ্ঞানের ক্লাস নিচ্ছিলেন হৃদয় চন্দ্র ম-ল। সেখানে বিজ্ঞান ও ধর্ম বিষয় নিয়ে তাঁর সঙ্গে শিক্ষার্থীদের কয়েকজনের পক্ষে-বিপক্ষে কথোপকথন হয়। কোনো এক শিক্ষার্থী ওই কথোপকথনের ভিডিও ধারণ করেন। পরবর্তী সময়ে প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনকে বিষয়টি জানানো হয়। প্রধান শিক্ষক সেদিনই হৃদয় চন্দ্রকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, এই ঘটনায় যে সকল শিক্ষার্থীরা ক্লাসে মোবাইলে অডিও রেকর্ড করে তাদেরও নিরাপত্তা বর্তমানে বিঘিœত হতে পারে। তাদেরকেও প্রচন্ড চাপের মুখে রাখা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে শিক্ষার্থীরা স্থানীয় কয়েক ব্যক্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের বিষয়টি জানায়। এর পরের দিন সকালে তারা বিদ্যালয়ে এসে ওই শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হৃদয় চন্দ্র মন্ডলের স্ত্রী ববিতা রাণী হাওলাদার বলেন, আমার স্বামীর জামিন হওয়ায় আমি খুশি হয়েছি। আমার, সন্তানের ও স্বামীসহ আমার পরিবারের নিরাপত্তা এবং আমার স্বামীর চাকুরী পুন:বহালেরও দাবী করেছেন। সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার হৃদয় চন্দ্র ম-লের নিঃশর্ত মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংগঠনটির ৭২ শিক্ষক এক যৌথ বিবৃতিতে ওই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, ‘হৃদয় চন্দ্র ম-লের মতো একজন শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা প্রয়োজন। সেখানে রাষ্ট্র তাঁকে কারাগারে বন্দী করে রেখেছে। এ ঘটনা আমাদের হতবাক করেছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন।’ এক বিবৃতির মাধ্যমে হৃদয় চন্দ্র ম-লের নিঃশর্ত মুক্তি দাবি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি করেছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, মৌলবাদীদের ষড়যন্ত্রের শিকার শিক্ষক হৃদয় চন্দ্র ম-লের নিঃশর্ত মুক্তি দাবি করছে নির্মূল কমিটি। এ ছাড়াও গত বুধবার উদ্বেগ জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন দেশের ১৮ বিশিষ্টজন। তাঁরা হৃদয় ম-লের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। এ বিষয়ে বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন জানান, দুই শিফটে স্কুলে পাঠদান চলছে সকাল সাড়ে আটটায় শুরু হয়ে সোয়া ২টায় শেষ হয়। পরিবেশ শান্ত রয়েছে। পাল্টিপাল্টি কোন অভিযোগ নেই। বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর খানের সেল ফোন ০১৯১৩৬৭২৬৮৮ এই নাম্বারে ফোন দিলে তার সেলফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে মুন্সীগঞ্জ বারের সভাতি এডভোকেট অজয় চক্রবর্তী জানান, আর যেন সাম্প্রদায়িক বিষবাষ্পে কোন শিক্ষক ষড়যন্ত্রের শিকার না হন। বিক্রমপুর হলো বিজ্ঞান চর্চার তীর্থ কেন্দ্র। অতিশ দিপঙ্কর, জগদীস চন্দ্র বসুর মতো বিজ্ঞানীর জন্ম এই জেলায়। ধর্ম ও বিজ্ঞান নিয়ে এমন সমালোচনার প্রেয়োজন নেই। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব জানান, স্কুলের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। হৃদয় চন্দ্র মন্ডল আবাসিক ভবন ও স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। শান্তি শৃংখলার রক্ষার্থেই এই পুলিশ মোতায়েন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com