লিবারেল ডেমেক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. কর্নেল অলি আহমদ, বীর বিক্রম বলেছেন, “দেশে অরাজকতার কালোছায়া দমনে দরকার সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বঙ্গবন্ধুর কন্যা। দেশে বর্তমানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। এছাড়া বিচারহীনতা চলছে। কারো কথা বলার অধিকার নেই। অবিলম্বে একটি জাতীয় সরকার গঠন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন।” ১৫ এপ্রিল শুক্রবার বিকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ম্যারেজ পার্ক কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলা এলডিপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি পদুয়ার সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় কর্ণেল অলি বলেন, “দেশে বর্তমানে ছাত্রলীগ ও যুবলীগ যেভাবে মানুষের নির্যাতন করছে তা ভাষায় প্রকাশ করা দুষ্কর। তারা স্বার্থান্বেষণ আর লুটপাটে ব্যস্ত। দেশ ও জাতির কল্যাণে অনতিবিলম্বে এগুলো বন্ধ করতে হবে। নিশি রাতের ভোট বন্ধ করতে হবে। অন্যথায় দেশের অর্থনীতি শ্রীলংকার চাইতে খারাপ হবে ভবিষ্যতে।” তিনি আরও বলেন, “স্থানীয় সাংসদ আ. ন. ম. শামসুল ইসলাম বিনা কারণে কারাভোগ করে আসছেন। মানবতার দাবীতে তাকে এই রমজানের ঈদের আগেই মুক্তি দিতে হবে।” লোহাগাড়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট কফিল উদ্দিন, আখতার আহমদ, আইয়ুব কতুবী, আইনুল কবির, বিএনপি নেতা ছলিম উদ্দিন খোকন, অ্যাডভোকেট আবু তাহের ও কাজী হোসেন প্রমুখ।