রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

নোয়াখালীতে আরও ৯৬ জন করোনায় আক্রান্ত, মোট ৫৭৫

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৭৫ জন ও মৃত্যুবরণ করেছে ১২ জন।

শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

তিনি বলেন, গত (২৬, ২৭ ও ২৮ মে) তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যবে পাঠানো হয়। পরে ২৯ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৫০২ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক ১ ব্যক্তিকে ঢাকায় চিকিৎসা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ১২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এমএস/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com