বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দূর্গম পাহাড়ি পুলাংপাড়া এলাকায় লামা জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠিকে উদ্ধুদ্ধকরণ, মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সচেতনতা মূলক উন্মুক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল-২০২২ (শনিবার) সকাল ১১টায় প্রচারাভিজান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারের গণযোগাযোগ অধিদপ্তর নিয়মিত প্রচার কার্যক্রম (এপিএ ) রাজস্ব খাতের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে এপ্রিল – জুন প্রান্তিকে সভায় ভিডিও কনপারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার লামা জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ারলি বক্তব্যে মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, মাদক, বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং তিনি বলেন, যাদের জন্ম নিবন্ধন নেই তারা দ্রুত জন্ম নিবন্ধন করে ফেলবেন কারন সরকারী বিভিন্ন দপ্তরে ১৮ টি সেবা জন্ম নিবন্ধন না থাকলে পাওয়া যাবে না। পাশাপাশি সরকার মৃত্যু নিবন্ধন সনদকেও গুরুত্ব দিচ্ছে। প্রচারনার মধ্যে রয়েছে, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠিকে উদ্ধুদ্ধকরণ, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ভিশন-২০২১-২০৪১ এর লক্ষ্য অর্জনসমূহ, মানব পাচার, প্রতিরোধ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ। এ ছাড়াও তথ্য অধিকার, কমিউনিটি ক্লিনিক, সবার জন্য শিক্ষা, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ, আমার বাড়ি আমার খামার প্রকল্প (পল্লী সঞ্চয় ব্যাংক), মেট্রোরেল, পদ্মাসেতু, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, পরিবেশ সুরক্ষা, বাল্য বিবাহ প্রতিরোধ, বঙ্গবন্ধু কর্ণফুলি টানেল, সামাজিক যোগাযোগ (সোশ্যাল মিডিয়ার ব্যবহার), গুজব ইত্যাদি বিষয়ে চলছে প্রচারনা। সভাপতির বক্তব্যে খন্দকার তৌহিদ, সহকারি তথ্য অফিসার বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার ছেলে এবং মেয়েদেরকে বিনা মূল্যে লেখা পড়া করার জন্য বই ও উপবৃত্তি প্রদান করছে, কারো টাকা পয়সার অভাবে লেখা পড়া বন্ধ হয়ে যাবে না। জাতীয় আয়, প্রবৃদ্ধি,গড়আযু, সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে। সরকারের সুযোগ্য, সুদক্ষ,দূরদর্শী,সাহসী এবং সৃজনশীল নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে প্রিয় বাংলাদেশ।