বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

শাহজাদপুরে খুকনী উপ-স্বাস্থ্য কেন্দ্রের হালচাল

ওমর ফারুক শাহজাদপুর (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

খুকনী উপ-স্বাস্থ্য কেন্দের ডাক্তার এনামুল হকের ফাঁকিবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী। প্রত্যান্ত গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে সরকার বিপুল পরিমান অর্থ ব্যায় করে গ্রামে চিকিৎসা কেন্দ্র নির্মান করলেও সেখানে চিকিৎসা দেওয়ার পরিবর্তে ডাক্তারের ফাঁকিবাজি চরমে পৌছেছে। সরিজমিন ঘুরে জানাগেছে, খুকনী উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার এনামুল হককে পোষ্টিং দিলেও তিনি ঠিকমতো অফিস করেন না, সাধারণ মানুষের চিকিৎসাও দেন না। ডাক্তার এনামুল সরকারের অর্ধ লক্ষ টাকা বেতন নিলেও তিনি ৫ ঘন্টার পরিবর্তে ১ ঘন্টা ডিউটি করেন। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ডিউটি করার কথা থাকলেও তিনি সাড়ে ১০টায় এসে সাড়ে ১১ টায় চলে যান। ফলে, চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে গ্রামের সাধারণ মানুষ। সরকারি বেতন নিলেও সরকারের দেওয়া দ্বায়িত্ব তিনি পালন করছেন না। তার বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছে এলাকাবাসী। এ ব্যাপারে, ডাক্তার এনামুল বলেন, ১২ টার পরে রোগী থাকে না তাই ১২ টার পর চলে আসি। আর আপনারা নিউজ করেন। স্থানীয় কে কি বলছে বিষয়টা আমিও দেখতাছি। এ বিষয়ে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com