সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

দীঘিনালায় তামাকচুল্লিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

খাগড়াছড়ির দীঘিনালায় ৪টি তামাকচুল্লিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্টেট ফাহমিদা মুস্তফা। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৬(ক) ধারা লংঘন করে তামাকচুল্লিতে অবৈধভাবে বনের কাঠ জ্বালানী হিসেবে ব্যবহার করায় জয়নাল আবেদীনকে ১০ হাজার, ইউনুস মিয়াকে ২৫ হাজার, নুরুল আবসারকে মোনাফ ২৫ হাজার ও দেলোয়ার হোসেনকে ১০ হাজার টাকা সহ সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করেন তিনি ফাহমিদা মুস্তফা বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৬(ক) ধারা লংঘনে ১৫(১)৪ ধারার বিধানমতে ৪টা পৃথক মামলায় ৪ ব্যক্তিকে ৭০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com