সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

বিজয়নগরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান ৭ জন গ্রেফতার

শফিকুর রহমান শাহীন বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে এটি অত্র উপজেলায় পরিচালিত দ্বিতীয অভিযান। ১৮ এপ্রিল সোমবার উপজেলার বিষ্ণুপুর বিওপি এর অন্তর্গত এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাজা, ১০৬ বোতল ইস্কুপ (কোডেইন), ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই সকল মাদকের উদ্ধারের সময় জড়িত ৭ জনকে অভিযুক্ত হিসেবে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, আখাউড়া উপজেলার ১/ মো: লুকমান ভূইয়া(৪২),২/শফিকুল ইসলাম শিমুল(২৭), উপজেলার কালাছড়া গ্রামের ৩/ শাহআলম(৫০), ৪/মাসুম (২৫), ৫/ ইয়ছিন(২৬) ৬/ শাহআলম(৩৮), ৭/ উপজেলার মহেশপর গ্রামের, জনি(২৭). তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সহকারী পরিচালক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে বিষ্ণুপুর বিওপি উক্ত টাস্কফোর্স অভিযানে অংশগ্রহণ করেন। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং যতদিন মাদকের উপদ্রব কমানো না যাবে ততদিন আরো শক্তভাবে এই অভিযান চালানো হবে বলে সতর্ক করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com