গলাচিপায় বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল/২০২২ সারা দেশের ন্যায় গলাচিপা উপজেলায় ১শত ৩১টি প্রকৃত ভূমিহীন পরিবারকে ঘরের চাবী ও জমির কবুলত নামা ভি,ডি ও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন। গলাচিপা আফির্সাস ক্লাব ও অডিটরিয়াম হলে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রোগ্রামের সাথে একত্রিত হয়ে, মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ শেষে ঘরের পরিবার প্রধান সুবিধা প্রাপ্তদের মাঝে হস্তান্তর করেন। অনুষ্ঠানে স্থানীয় ভাবে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী-৩ আসনে এস এম শাহজাদা (এমপি) উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করে তোলে। সভায় সার্বিক ভাবে সহযোগিতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তষ কুমার দে, থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা সরকারি ডিগ্রী কলেজের অধ্যাক্ষ মো. ফোরকান কবির সহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সুধি সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ এবং সুবিধা ভোগি পরিবার অংশ নেয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, পবর্তীতে এই উপজেলায় কোন ভূমিহীন আশ্রয় হীন থাকবে না। সকল ভূমিহীনকে জমি ও ঘর দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ও প্রাধানমন্ত্রীর স্বপ্ন পূরণে প্রশাসন নিরলস ভাবে কাছ করে যাচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মুজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার প্রমুখ।