পবিত্র মাহে রমজান প্রায় শেষ হতে চলেছে। ইতিমধ্যে ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন একশ্রেণী ঈদ নিয়ে আনন্দের পরিকল্পনা করছে অপরদিকে দেশের আনাচেকানাচে বেশ বহু অঞ্চলের অনেক শ্রেণী দুবেলা খাবার জন্য ভাগ্যের সাথে লড়াই করছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ভাগ্যে এদের মধ্যে অনেকের ঈদেও সেই আনন্দ একটা স্বপ্ন রয়ে যায়। এইচ এন্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে এবং চরফ্যাশন পৌরসভা ও বিডি ইভেন্ট এক্সপ্রেসের সহযোগিতায় ভোলা জেলার দক্ষণে অবস্থিত বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চল চরফ্যাশনের কুলছুমবাগ এলাকার একটি মাদ্রাসায় প্রায় ১২০ জন সুবিধাবঞ্চিত শিশু ও নাবালকদের মাঝে ঈদের জন্য ঈদ উপহার প্রদান করেছে। ঈদের জন্য পোলাও চাল, মশলা, সেমাই, দুধ, চিনি ইত্যাদি দেয়া হয়েছে। তাছাড়াও শিক্ষার্থীরা যাতে পুষ্টিকর খাবার হিসাবে খিচুড়ি খেতে পারে সেজন্য খিচুড়ির উপকরণ দেয়া হয়েছে। শরীর সুস্থ্য রাখতে বিশুদ্ধ পানি পানাহারের জন্য পানির ফিল্টার, সেলাইন ও হাইজিন টুলস দেয়া হয়েছে। এসকল সামাজিক কার্যক্রমের জন্য যারা অনুদান ও অন্যান্য সহযোগিতায় এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এইচ এন্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ফাউন্ডার জনাব এম?সাফাক হোসেন। এইচ এন্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মূল লক্ষ্য টেকসই লক্ষ্যমাত্রা ৩ (এসডিজি ৩) গুড হেলথ এবং লক্ষ্যমাত্রা ছয় (এসডিজি ৬) ক্লিন ওয়াটার ও স্যানিটেশন নিয়ে কাজ করা। সেই লক্ষ্য এসকল সামগ্রী দেয়ার পূর্বে উর্তী বয়সীদের খাদ্য ও বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু বক্তব্য প্রদান করেন শিশু ও গণস্বাস্থ্য বিশেষজ্ঞ লেঃ কর্নেল (অব) ডাক্তার রেহানা খানম। চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোর্শেদ উক্ত ঈদ উপহার মাদ্রাসার শিক্ষার্থীদের ও কর্তৃপক্ষের হাতে তুলে দেন, সেসময় উপস্থিত ছিলেন এইচ এন্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ফাউন্ডার এম?সাফাক হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ, চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার জনাব রফিকুল ইসলাম, মাদ্রাসার সভাপতি ফরিদ পালোয়ান, প্রিন্সিপল মওলানা রুহুল আমিন ও প্রমুখ।