ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপে যানজটের আশঙ্কা থাকলেও সড়কের কোথাও যানজট নেই বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে প্রায় আধাঘণ্টার যানজট লাগে। পরে হাইওয়ে পুলিশের উদ্ধার কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। দুপুর ২টা পর্যন্ত (সংবাদ লেখার সময়) মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি টোলপ্লাজা যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। তবে বাজার এলাকায় ধীর গতিতে যান চলাচল করছে।
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা ঘুরে দেখা গেছে, দূরপাল্লার গাড়ির চাপ থাকলেও স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। দাউদকান্দি এলাকার বাসিন্দা জাহিদুর রহমান জানিয়েছেন, দাউদকান্দি এলাকায় সড়কে যানবাহনের চাপে কোথাও কোথাও ধীর গতি আছে, তবে যানজট লাগেনি কোথাও। চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী আবুল বাশার বলেন, বাজার এলাকায় যানবাহনের ধীরগতি থাকলেও, চলাচল অব্যাহত আছে।
সড়ক ও জনপথের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, মহাসড়কে যেন যানজট না লাগে তাই আমরা ঈদের আগেই সংস্কারকাজ বন্ধ করেছি। এখন কোনও যানজট নেই। দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি জহিরুল ইসলাম বলেন, চান্দিনায় দুর্ঘটনার কারণে সাময়িক সমস্যা হয়েছিল। এখন কোনও সমস্যা নেই। এভাবে চলতে থাকলে আর মানুষের ভোগান্তি হবে না। আমাদের পুরো টিম মাঠে কাজ করছে। আশা করছি কোনও যানজট হবে না।