শেরপুরের শ্রীবরদীতে ২ কেজি গাঁজা ও ৫ বোতল ফেনসিডিলসহ মমিন মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। ৩০ এপ্রিল শনিবার ভোরে মেঘাদল গ্রেফতার হয়। সে উপজেলার মেঘাদল চান্দাপাড়া এলাকার বাজার এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে অধিবাসী। একইদিন দুপুরে মাদক আইনের নিয়মিত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, মমিন পেশায় কৃষি কাজ করলেও বেশ কিছুদিন যাবত সে ফেনসিডিল ও গাঁজার ব্যবসা করে আসছিল। ওই অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সায়েদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মেঘাদল বাজার এলাকা থেকে ২ কেজি গাঁজা ও ৫ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাত গ্রেফতার করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, গ্রেফতারকৃত মমিনের বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। দুপুরে তাকে ওই মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।