সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন সুদীপ কুমার চক্রবর্ত্তী

মোহাম্মদ আলী বিশেষ প্রতিনিধি বগুড়া :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

রাজশাহী রেঞ্জের ৮টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম।সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, মামলা নিস্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন তিনি। বুধবার(১১মে) সকাল এগারোটায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে এপ্রিল ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম। রাজশাহী রেঞ্জ-এর এপ্রিল/২২ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ৮টি জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে বগুড়া জেলা পুলিশ। এছাড়াও শ্রেষ্ঠ সার্কেল (বগুড়া সদর সার্কেল) অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ মোঃ শরাফত ইসলাম।শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মোঃ সেলিম রেজা (সদর থানা), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহিদুল হক (সদর থানা),শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) মুহা: আসাদুজ্জামান, ধুনট থানা।রাজশাহী রেঞ্জের ধারাবাহিকভাবে অসাধারণ সাফল্য অর্জন প্রসঙ্গে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম জানান, “আগস্ট/২১ মাসে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর আমার কর্মকালীন সময়ে রাজশাহী রেঞ্জে ৯বারের মধ্যে ৫বার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছি যা ধারাবাহিক সাফল্যের অনন্য দৃষ্টান্ত বলে আমি মনে করছি। তিনি আরো বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণ, মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেফতার ও জন-সম্পৃক্ত পুলিশী ব্যবস্থা প্রণয়নে রাজশাহী রেঞ্জের মধ্যে বগুড়া শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে শুধুমাত্র গর্বিত ও অদম্য পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, কর্মস্পৃহা, আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা ও দৃঢ় মানসিকতার কারণে। সেই সাথে বগুড়া জেলায় কর্মরত সকল সহকর্মীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ বগুড়া বিনির্মাণে জেলা পুলিশ বগুড়া’র গর্বিত সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।উল্লেখ্য,গত বছরের আগস্ট মাসে বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকে অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক-শৃঙ্খলা বিধান ও জনবান্ধবমূলক নানা ব্যতিক্রমী কার্যক্রমে সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। করোনাকালীন সময়েও নানা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেও বগুড়ায় সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সম্মুখসারিতে থেকে কাজ করে গেছেন তিনি। যার ধারাবাহিকতায় বগুড়া জেলায় যোগদানের ৯ মাসে ৫ম বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপারের স্বীকৃতি পেলেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com