সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

নওগাঁর ছয়টি ঐতিহাসিক দর্শনীয় স্থানে চলাচল করছে ট্যুরিস্ট বাস সার্ভিস “ভ্রমণ বিলাস”

নওগাঁ প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

নওগাঁর ছয়টি ঐতিহাসিক ও প্রতœত্বাত্ত্বিক এবং দর্শনীয় স্থানে চলাচল করছে ট্যুরিষ্ট বাস সার্ভিস ভ্রমণ বিলাস। প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার এই দুইদিন ভ্রমণপিপাসু মানুষের মনের খোরাক যোগাতে এবং স্বল্প খরচে পর্যটকদের মাঝে নওগাঁর ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ভ্রমণে উৎসাহ প্রদানের লক্ষ্যেই মূলত প্যাকেজ আকারে চালু করা হয়েছে এই ট্যুরিষ্ট বাস সার্ভিস। জেলা প্রশাসানের উদ্যোগে জেলা পরিবহন মালিক গ্রুপ এই সেবা প্রদান করে আসছে। প্রতি প্যাকেজের মূল্য ৪৫০টাকা। আগ্রহী পর্যটকরা নওগাঁ শহরের মুক্তির মোড়ের পদ্মা বাস কাউন্টার থেকে এই প্যাকেজের টিকেট সংগ্রহ করতে পারবেন। ট্যুরিষ্ট বাস ভ্রমণ বিলাস প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার সকাল ৯টায় পর্যটকদের নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক সৈয়দ মোস্তফা কালিমী বাবু বলেন, ইতিহাস ও ঐতিহ্যে ভরা উত্তরের সীমান্তবর্তি জেলা নওগাঁ। জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে প্রায় অর্ধশতাধিক ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থান। পরিবার-পরিজন নিয়ে পর্যটকদের পক্ষে একদিনে একাধিক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান দর্শন করা সম্ভব নয়। তাই স্বল্প খরচে একদিনে একাধিক ঐতিহাসিক প্রতœত্বাত্ত্বিক নিদর্শনগুলো ভ্রমণের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে ট্যুরিষ্ট বাস সার্ভিস “ভ্রমণ বিলাস”। তিনি আরো বলেন, প্রতি সপ্তাহের ছুটির দিন শুক্রবার ও শনিবার এই ট্যুরিষ্ট বাস ভ্রমণ বিলাস চলাচল করছে। শুক্রবার ট্যুরিষ্ট বাস ভ্রমণ বিলাস প্রথমে জেলার ভারত সীমান্তঘেষা উপজেলা ধামইরহাটের জাতীয় উদ্যান শালবন বিহারের আলতাদীঘি, ঐতিহাসিক জগদ্দল বিহার ও বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে পর্যটকদের নিয়ে যাচ্ছে। আবার পরের দিন শনিবার জেলার মান্দা উপজেলার ঐতিহাসিক কুসম্বা মসজিদ, নিয়ামতপুর উপজেলার তালগাছের সাড়িতে সাজানো মনোমুগ্ধকর ঘুঘুডাঙ্গা ও পতœীতলা উপজেলার ঐতিহাসিক দীবর দীঘি পর্যটকদের নিয়ে চলাচল করছে। পর্যটকরা তাদের চাহিদা মাফিক ভ্রমণ স্থানগুলো খুব সহজেই একটি প্যাকেজের মাধ্যমে জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে পারবেন। পুরো দেশসহ সারা বিশ্বের কাছে নওগাঁর পর্যটন এলাকাগুলোকে নতুন করে তুলে ধরার মাধ্যমে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই ট্যুরিষ্ট বাস ভ্রমণ বিলাস পর্যটকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আমি আশাবাদি একসময় পর্যটকদের চাহিদার ভিত্তিতে আমরা জেলার সকল পর্যটন এলাকাগুলোতেও এই ট্যুরিষ্ট বাস সার্ভিস চালু করতে সক্ষম হবো। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, ঈদের দ্বিতীয় দিন থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ট্যুরিষ্ট বাস সার্ভিস ভ্রমণ বিলাস চলাচল শুরু করেছে। পর্যটকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করেই এমন ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। আমি আশাবাদি নওগাঁসহ সারা দেশের ভ্রমণ পিপাসুদের চাহিদা পূরণ করবে এই ট্রুরিষ্ট বাস ভ্রমণ বিলাস। এতে করে নওগাঁর পর্যটন খাত দিনে দিনে আরো চাঙ্গা হয়ে উঠবে। পর্যটকদের মতামত ও পরার্মশকে কাজে লাগিয়ে আগামীতে এই ভ্রমণ আরো আকর্ষনীয়, আরামদায়ক ও আনন্দদায়ক করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, একজন পর্যটক ৪৫০টাকার একটি প্যাকেজের মাধ্যমে সকাল ও বিকেলের নাস্তা এবং দুপুরের খাবার পাচ্ছেন। এছাড়াও বাড়তি আকর্ষন হিসেবে প্রতিবার ভ্রমণের দিন বিকেলে পাহাড়পুর বৌদ্ধ বিহারে স্থানীয় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আমি আশাবাদি খুব দ্রুতই এই ট্যুরিষ্ট বাস সার্ভিস স্থানীয় ও বাহিরের পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com