মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

অনলাইনে অবৈধ নেটওয়ার্ক জ্যামার বিক্রি করতো তারা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২

সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক আরিফ মহিউদ্দিন 

কোথাও ডাকাতি বা দুর্বৃত্তের হামলা হলে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা নম্বর বা আইনশৃঙ্খলাবাহিনীর কাছে ফোন করে সাহায্য নিতে পারেন। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়ে যদি মোবাইলে নেটওয়ার্ক না থাকলে ভুক্তভোগীর বিপদের শঙ্কা আরও বাড়ে, সেই সঙ্গে তা অপরাধীকেও পালিয়ে যেতে সাহায্য করে। এমন ‘সুবিধা’ পেতে ‘নেটওয়ার্ক জ্যামার’ ব্যবহার করে থাকে অপরাধী চক্র। অবৈধভাবে এই মোবাইল জ্যামারসহ এন্টেনা, কেবল ও নেটওয়ার্ক বুস্টার বিক্রির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
গতকাল রবিবার (১৫ মে) ভোরে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আবু নোমান (২৮) ও সোহেল রানা (২৭) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল নেটওয়ার্কের চারটি জ্যামার, জ্যামার এন্টেনা ২৪টি, পাওয়ার কেবল তিনটি, মোবাইল নেটওয়ার্ক বুস্টার তিনটি, বুস্টার এর আউটডোর এন্টেনা ৯টি, বুস্টারের ইনডোর এন্টেনা ২৬টি, বুস্টারের কেবল ৩৭টি ও একটি ল্যাপটপ উদ্ধার। গতকাল রোববার দুপুরের দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্যামার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত নোমান আইটি স্টল ডটকম ডটবিডি নামে ই-কমার্স ওয়েবসাইট ও ফেসবুক পেজ রয়েছে। যার মাধ্যমে তারা আইপি ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা ও ইলেকট্রনিক যন্ত্রাংশ এর পাশাপাশি উচ্চমূল্যে বিভিন্ন ব্যক্তির কাছে নেটওয়ার্ক বুস্টারসহ এর যন্ত্রাংশ লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বিক্রি করে আসছিল। তাদের ক্রেতা ছিল বিভিন্ন বহুতল ভবনের বাসিন্দা ও মসজিদ কর্তৃপক্ষ।
অপরাধীরাও অপরাধ সংঘটনের উদ্দেশ্যে উচ্চমূল্যে এসব অবৈধ ডিভাইস কিনতো বলেও জানান তিনি। র‌্যাবের এই কর্মকর্তা জানান, বৈধ আমদানিকারকের মাধ্যমে অধিক পরিবহন মূল্য পরিশোধ করে বৈধ মালামালের আড়ালে তারা এসব অবৈধ যন্ত্রাংশ এনে অনলাইন প্লাটফর্মে উচ্চমূল্যে বিক্রি করতো তারা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অপরাধীরা নেটওয়ার্ক জ্যামার ব্যবহার করে অপরাধ করলে ভিকটিম আইন-শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে চাইলে কোনও মোবাইল নেটওয়ার্ক পান না। আর এভাবেই অপরাধীরা নিজেদের আড়াল করে নির্বিঘ্ন ভাবে অপরাধ করে পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়াও কোনও স্থানে জ্যামার থাকলে আশেপাশে নেটওয়ার্ক সংযোগ পাওয়া যায় না। অবৈধ বুস্টার ও রিপিটার একই ধরনের সমস্যা করে। এ ধরনের অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার যে জ্যামার এন্টেনা, মোবাইল নেটওয়ার্ক বুস্টার, বুস্টারের আউটডোর এন্টেনা, বুস্টার কেবলসহ যন্ত্রাংশ সরবরাহ ক্রয়-বিক্রয় বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ আইন ২০২১ এর লংঘন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com