ময়মনসিংহের ভালুকায় মেদুয়ারী ইউনিয়নের অলি গুলিতে রমজম হেরয়িন, ইয়াবা টেবলেট ও গাজাসহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন প্রকাশ্যে। অভিযোগ ইউনিয়নবাসীর। সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের শিশু কিশোররা মাদকের ছোবলে আচ্ছন্ন হয়ে পড়েছে। মেদুয়ারী ইউনিয়নের সকল গ্রাম অঞ্চলের আনাচেকানাচে ছড়িয়ে পড়েছে এর প্রভাব। তাতেও আইনশৃঙ্খলা বাহিনীর নেই কোনো তৎপরতা। এতে মাদক সেবীরা মাদকের টাকা যোগান দিতে মাদক সেবীরা মাদক সেবনের পাশাপাশি প্রায় করছেন চুরি। এদিকে প্রায় সময় র্যাব ও জেলা গোয়েন্দা পুলিশের ধারাবাহিক অভিযান থাকলেও উপজেলার মেদুয়ারীতে অভিযান একেবারেই কম। এভাবে মাদক কারবারি চলতে থাকলে বর্তমান যুবসমাজ ও শিশু শিশু-কিশোরদের ভবিষ্যৎ জীবন অন্ধকার। মাদকবিরোধী অভিযানের মধ্যে মেদুয়ারী ইউনিয়নের হেরোইন, ইয়াবা, গাজা কারবারিদেরকে আইনের জালে আটকানোর দাবি জানান সচেতন মহল। মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।