বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম ::

ধনবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

জহিরুল ইসলাম মিলন ধনবাড়ী
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২

টাংঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক এবং বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল বিকাল ৪ টায় উপজেলার ধনবাড়ী সরকারি কলেজে মাঠে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ধোপাখালী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বলিব ভদ্র ইউনিয়ন ফুটবল একাদশ এর খেলার মধ্যেদিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও) মোঃ আসলাম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মনিরুজ্জামান বকল মেয়র, ধনবাড়ী পৌরসভা, সহকারী কমিশনার (ভূমি) ফারহা ফাতিহা তাকলিমা ধনবাড়ী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লিনা বকল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, রফিকুল ইসলাম চেয়ারম্যান, বলিভদ্র ইউনিয়ন পরিষদ, জনাব জাহাঙ্গীর আলম বাবুল চেয়ারম্যান, পাইষ্কা ইউনিয়ন পরিষদ, রফিকুল ইসলাম ডিজিএম, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ-১, ধনবাড়ী জোনাল অফিস বীর মুক্তিযুদ্ধা আনোয়ার হোসেন কালু সহ সেনসহ উপজেলার বিভিন্ন ইস্কুলের প্রধান শিক্ষক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও ক্রিড়াবিদরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে একটি খেলা অনুষ্ঠিত হয় প্রথম খেলায় প্রতিদ্বন্দিতা করেন ধোপাখালী ইউনিয়ন একাদশ বনাম বলিভদ্র ইউনিয়ন একাদশ। বলিভদ্র ইউনিয়ন কে ১-০ গোলে পরাজিত করে ধোপাখালী ইউনিয়ন জয় লাভ করেন। খেলা শুরুর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা’র স্বরণে একমিনিট নীরবতা পালন করা হয়। দ্বিতীয় খেলায় প্রতিদ্ধন্দিতা করেন পাইস্কা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বানিয়াজান ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন, জহিরুল ইসলাম মিলন সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সুজন মাহমুদ, মোঃ মঞ্জিল হোসেন। আগামী খেলায় অংশ নিবেন ধনবাড়ী পৌর সভা একাদশ বনাম যদুনাথপুর ইউনিয়ন একাদশ খেলাটি অনুষ্ঠিত হবে মুশুদ্দি আফাছ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com