বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম ::

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ভূমি অফিসার হলেন তিতাস উপজেলার কে এম আবু নওশাদ

আরিফুর রহমান (তিতাস) কুমিল্লা :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভালো কাজের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা মূল্যায়নে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভূমি অফিসার হলেন তিতাস উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ। কুমিল্লা জেলার ১৭টি উপজেলার ১৭জন সহকারী কমিশনার (ভূমি) এর মধ্যে তিনি জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। মুন্সীগঞ্জের কৃতি সন্তান ৩৫ তম বিসিএস প্রশাসনের চৌকস অফিসার কে এম আবু নওশাদ ১ বছর পূর্বে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে কুমিল্লা জেলার তিতাস উপজেলায় যোগদান করেন। এই নয় মাসে শত ভাগ সততার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি অবৈধ শ্যালো ইন্জিন চালিত ড্রেজার দিয়ে ফসলি জমি কেটে বালু বিক্রিকারীদের বিরুদ্ধে অভিযান, সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জমি উদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং, করোনো প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার সহ বিনামূল্যে মাস্ক বিতরণ, মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধীকে বিভিন্ন মেয়াদী কারাদ- ও অর্থদন্ডের শাস্তি দিয়েছেন। তাঁর ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। তিনি এর আগে সাজেক খ্যাত বাঘাইছড়ি, রাঙ্গামাটির এসিল্যান্ড হিসেবে শততার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। জেলায় শ্রেষ্ঠ ভূমি অফিসার হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ কে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়া চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নূর নবী চেয়ারম্যান সহ বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com