বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::

মহেশখালীতে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিলেন সাংবাদিক হোবাইব

কাইছার হামিদ মহেশখালী :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২

আসন্ন ১৫ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজারের মহেশখালী উপজেলার দু’টি ইউপি নির্বাচন। উপজেলার নির্বাচন অফিসার এর নিকট কালারমারছড়া ইউপি’র নির্বাচনে চেয়ারম্যান পদে জনসাধারণের মনোনীত প্রার্থী সাংবাদিক হোবাইব সজীব মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ১৭ মে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল এর নিকট আমজনতার মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সহযোগী কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক মেহেদীর ভারপ্রাপ্ত সম্পাদক স.ম ইকবাল বাহার চৌধুরী, সাংবাদিক আবু বক্কর, তারেকুল ইসলাম, কাইছার হামিদ, মকছুদুর রহমান, রকিয়ত উল্লাহ, সরওয়ার কামালসহ অসংখ্যা সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি নুরুল আমিন বাবুল এসময় উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম জমা শেষে স্বতন্ত্র প্রার্থী কালারমারছড়ার তৎকালিন জমিদার মরহুম খাইরুল্লাহ মাতাব্বরের নাতী হোবাইব সজীব বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার ইউনিয়নবাসীর সুখে-দুখে পাশে আছি। মানুষের অবিরল ভালবাসার কথা চিন্তা করে আত্মীয়-স্বজন ও খউস্বর গ্রুফের সিন্ধান্তে এখানে আমি ও আমরা মিলেমিশে বসবাস করতে চাই। সৃষ্টি করতে চাই সহ-অবস্থান। আগামী প্রজন্মের দিকে তাকিয়ে হলেও আমাদের সবাইকে ঐক?্যবদ্ধ ভাবে অতীতের সেই কালারমারছড়ায় ফিরে যেতে কাজ চাই আমি। তবে রাজনৈতিক সিদ্ধি হাসিলের কালিমা মন থেকে ধুয়ে পেলে আমরা সবাইকে সাথে নিয়ে শান্তির কালারমারছাড়া গড়তে চেয়ারম্যান পদে প্রার্থীতা হতে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি বলেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের আমজনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে। ইনশাল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com