শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

ক্রিকেট প্রথম প্রেম হওয়ায় তার বিয়ের থিমও ছিল ক্রিকেট

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২

সম্প্রতি বিয়ে করেছেন পাকিস্তানের নারী ক্রিকেটার কাইনাত ইমতিয়াজ। ক্রিকেট প্রথম প্রেম হওয়ায় তার বিয়ের থিমও ছিল ক্রিকেট। ৩০ মার্চ বিয়ে হয় কাইনাতের। পাত্রের নাম ওয়াকার উদ্দিন। নিজের বিয়ের ছবি নেটমাধ্যমে প্রকাশ করেছেন কাইনাত। কাইনাতের বিয়ের ছবিতেও দেখা গিয়েছে ক্রিকেটের ছোঁয়া। লাল পোশাকে তাকে লাগছিল বেশ। তিনি নিজেই জানিয়েছেন, সব সময় এই ধরনের থিমে বিয়ে করতে চেয়েছিলেন। সেই স্বপ্ন পূর্ণ হয়েছে।
বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন কাইনাত। কোনো ছবিতে তাকে দেখা যাচ্ছে ব্যাট নিয়ে দাঁড়িয়ে। কোনো ছবিতে আবার ব্যাট-বল দুই-ই রয়েছে। ব্যাট করতেও দেখা যায় তাকে। বোলারের মুখ দেখা না গেলেও সম্ভবত তার স্বামীই বল করছিলেন।
কাইনাতের বিয়ের পরে তাকে শুভেচ্ছা জানান অনেক সতীর্থ। তালিকায় ছিলেন বিসমা মারুফ, ফাতিমা সানা, সিদরা নওয়াজের মতো ক্রিকেটাররা। পাকিস্তানের জাতীয় দলে ২০১০ সালে অভিষেক হয় কাইনাতের। প্রথমে টি২০ দলে সুযোগ পান তিনি। পরের বছর অভিষেক হয় এক দিনের দলে। পাকিস্তানের হয়ে ১৫টি এক দিনের ম্যাচে ১২৮ রান করেছেন কাইনাত। নিয়েছেন ৯টি উইকেট।
টি২০-তেও ভালো খেলেছেন কাইনাত। ১৫টি ম্যাচে ১২০ রান করার পাশাপাশি ৬টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। অথচ ছোটবেলায় নাকি ক্রিকেটার হওয়ার কোনো স্বপ্ন ছিল না কাইনাতের। ২০০৫ সালের পর থেকে ক্রিকেট খেলা শুরু করেন তিনি। কাইনাতের জীবনে ঝুলন গোস্বামীর অবদান রয়েছে। ২০০৫ সালে এশিয়া কাপ খেলার সময় ঝুলনের সাথে দেখা হয় কাইনাতের। তাকে দেখেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা শুরু করেন তিনি।
খেলার পাশাপাশি সাজঘর সব সময় মাতিয়ে রাখেন কাইনাত। সতীর্থদের সাথে মাঝেমধ্যেই ছবি ও ভিডিও প্রকাশ করতে দেখা যায় তাকে। বিশ্বের অন্যতম সুন্দরী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন কাইনাত। তবে শুধু নিজের রূপ দিয়ে নয়, মাঠেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com