মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম ::
বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও বিক্ষোভ ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও মোজাম্মেল হক চৌধুরী কিশোরগঞ্জে শহীদ পরিবারের জায়গাজমি জবরদখল বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টমেটো চাষে কৃষক ফিরোজের বাজিমাত, ঝুঁকছেন অন্য কৃষকরাও দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার তৃতীয় দিনের মতো চলছে সুন্দরবনের আগুন নেভানোর কাজ বাড়ির ভিতর স্বল্প পরিসরে মাছচাষে তিনগুণ লাভে খুশি মাছচাষী শরীয়তপুর সদর উপজেলাকে একটি আধুনিক উন্নত মডেল রূপে গড়ে তুলবো-উজ্জ্বল আকন্দ

জনদুর্ভোগ বিষয়গুলো সমাধানের আওতায় আনতে হবে-মতবিনিময় সভায় ইউএনও শরীফ উল্লাহ

দেলোয়ার হোসেন রশিদী (সাতকানিয়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

“জনদুর্ভোগ ও জটিল বিষয়গুলো চিহ্নিত করে অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সময়োপযোগী আওতায় আনতে হবে। একটি আধুনিক ও সেবামূলক মডেল উপজেলা উপহার দিতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির খেয়াল রাখবেন- এটি যেন বিনষ্ট না হয়, উন্নয়ন কর্মকা-গুলো যথাযথভাবে সম্পন্ন করতে হবে, কেউ কোনো অন্যায় আবদার নিয়ে আমার দপ্তরে আসবেন না, ন্যায় সঙ্গতিপূর্ণ একশটা কাজ হলেও করে দেব।” চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্লাহর সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন। ১৮ মে মঙ্গলবার উপজেলার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শরীফ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, লোহাগাড়া মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও লোহাগাড়া প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া থানার (তদন্ত) কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন রোমান খাঁন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, লোহাগাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বটতলী শহরের যানজট নিরসন, ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আর্কষণ করেন। সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে সকলের সহযোগিতা কামনা করেছেন ইউএনও শরীফ উল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com