খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন(সেনানিবাস) কর্তৃক জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯মে) সকাল ৯ টায় এ টুর্নামেন্ট উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের সদ্য যোগদানকৃত ৪ ই বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রুমন পারভেজ। উদ্বোধনী খেলায় উপস্থিত অংশগ্রহণ করেন মেরুং, বোয়ালখালী, কবাখালী, দীঘিনালা, বাবুছড়া ইউপি। উদ্বোধনী শেষে বোয়ালখালী ইউনিয়ন পরিষদ একাদশ বনাম দীঘিনালা ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের বোয়ালখালী একাদশ ১১ গোলে এগিয়ে এবং দীঘিনালা একাদশ ০ (শূন্য) গোলে খেলা সমাপ্ত হয়। এ সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোনাল স্টাফ অফিসার মেজর মির্জা মেহেদী আসলাম বেগ, জোন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ শাহনেওয়াজ, দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী- ভাইস চেয়ারম্যান মিস সীমা দেওয়ান। মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞান জ্যাতি চাকমা, কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ।