শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

চৌহালীর রাস্তা ঘাটের বেহাল অবস্থা জনজীবনের ভোগান্তি

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিভিন্ন রাস্তা ঘাট বেহাল অবস্থা। জনজীবনে ভোগান্তির যেন শেষ নাই। খাষপুখুরিয়া ষ্টীল ব্রিজ এক যুগ আগে ভেঙ্গে গেলেও নেই কোন সংস্করণ অথবা নতুন কোন পাইলিং ব্রিজ। খাষকাউলিয়া কে আর পাইলট স্কুল সংলগ্ন রাস্তা ভাঙ্গায়, খাষপুকুরিয়া ইউনিয়নে মোকার ভাঙ্গায়, দীর্ঘ দিনেও বাঁশের সাঁকোর স্থানে ডিজিটাল যুগেও জায়গা করে নিতে পারেনি পায়লিং ব্রীজ। এছাড়াও কোদালিয়া দক্ষিণ পারা খালের উপর ব্রীজ ধস, মোকার ভাঙ্গায় বেইলি সেতুটি ধস, বৈন্যা খাল ও মসজিদ সংলগ্ন রাস্তা ব্রিজ ধসসহ বিভিন্ন সড়ক পথ এখন মরন ফাঁদে পরিনত। এ সব পাকা ও কাচা। রাস্তাগুলো জনবহুল ও জনগুরুত্বপূর্ন সচলের কোন উদ্যোগ নজরে আসছে না। যমুনা নদীর পুর্ব তথা উপজেলা সদর খাষকাউলিয়া, খাষপুকুরিয়া, ঘোরজান ও বাঘুটিয়া ইউনিয়ন বাসির যাতায়াত এবং কৃষি পণ্য বাজারজাত করণের গুরুত্বপূর্ণ এ সড়ক পথ। এসব সড়ক পথে প্রতিনিয়ত স্কুল,কলেজ, মাদরাসা পড়ুয়া কোমলমতি শিশু, কিশোর কিশোরী, বৃদ্ধা, মুহূর্তে রোগী, হাট বাজারে ক্রেতা বিক্রেতা, ব্যবসায়ী ও কৃষক কৃষি পণ্য নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। মরণফাঁদ রাস্তা, পাকা ব্রীজ, বাশের সাকো ও সড়কপথ ২ যুগেও আলোর মুখ দেখছে না। উন্নয়নের মহাসড়ক এর যুগে আর কত বছর হলে আধুনিকতার ছোয়া লাগবে গ্রামীন অবকাঠামো রাস্তা গুলোতে। এসব বাশের সাকোর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত করছে। তবে যান ও কৃষিপণ্য বাজার জাত করণে কৃষকের কষ্ট আকাশ সমান। জনগণের কষ্টের দৌড় লাগবে কেউ এগিয়ে আসছে না। স্কুল কলেজ পড়ুয়া শিশু কিশোর কিশোরী জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে এবং সাকো কি ভাবে ঝুলে আছে যার বাস্তব চিত্র সরেজমিনে এসব সাকোর পাশেই জরাজীর্ণ অবস্থায় পরে থাকা বেইলী সেতু। বর্ষা মৌসুমে এদের এক মাত্র ভরসা নৌকা ও কলাগাছের বেলা। দীর্ঘদিনেও বাঁশের সাঁকো জায়গায় স্থান করে নিতে পারেনি পায়লিং ব্রীজ। পাকা সড়ক ও কাচা রাস্তায় খানা-খন্দক, ধস, ভাঙ্গা ও নীচু। এসব ভাঙ্গা ভরাট ও নীচু রাস্তা উচু করণ এবং সংস্করণ কাজ নেই আছে প্রকল্প। গ্রমীন জনপদে বসবাসকারী জনগোষ্ঠীর দাবি সকল ভাঙ্গায় দ্রুত পায়লিং ব্রিজ নির্মাণ করা হোক অথবা মাটি ভরাট করে রাস্তা সচল করা হলেই উন্নয়নে আরেক ধাপ এগিয়ে যাবে চৌহালী উপজেলা। আমরা নই নেতা, নই সমাজপতি, শিশু ও কোমলমতি শিক্ষার্থী এবং অতি সাধারন মানুষ হিসাবে চৌহালী প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয়সহ সংশ্লিষ্ট সবার নিকট অনুরোধ চলতি বর্ষার আগেই উপজেলার বিভিন্ন রাস্তা ঘাট সংস্করণ করে জনগণের পথ সুগম করে দেওয়ার দাবি সাধারণ মানুষের। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া বলেন, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে গ্রামীন জনপদে উন্নয়ন কাজ এগিয়ে চলছে। পর্যায়ক্রমে সবগুলো গ্রামেই নতুন রাস্তা সহ সংস্করণ করা হবে পুরাতন রাস্তা গুলো। উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, বঙ্গবন্ধুর কন্যাই পারে অপরূপ সৌন্দর্য্যের দেশ গড়তে। তারই ধারাবাহিকতার উন্নয়নে গ্রাম হচ্ছে শহর। পর্যায়ক্রমে প্রত্যেক গ্রাম শহরের ন্যায় উন্নয়নের আওতায় আসবে ইনশাআল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com