বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

দোহারে পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকের ব্যাপক ক্ষতি!

কামাল হোসেন দোহার -নবাবগঞ্জ (ঢাকা) :
  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২

ঢাকার দোহারে হঠাৎ করে পদ্মা নদীর পানি বেড়েছে। এতে করে পদ্মা নদীর বুকে চাষাবাদ করা ফসল পানিতে ডুবে গেছে। ফসল ডুবিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। সারা বছরের খাদ্যের যোগান দেওয়া ফসল পানিতে তলিয়ে যাওয়ায় চিন্তার ভাজ পড়েছে কৃষকের কপালে। ভারত থেকে আসা পানির কারণে পদ্মা নদীর পানি বেড়েছে। দোহারের মাহমুদপুর, বিলাশপুর, কুসুমহাটি ও নয়াবাড়ী ইউনিয়নের নি¤œ অঞ্চলের কৃষি জমির ফসল পানিতে ডুবে যাচ্ছে। হঠাৎ করে জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ার কারণে বেড়ে যাচ্ছে নদ নদীর পানি। ফলে বর্ষার পানিতে তলিয়ে যাচ্ছে বাদাম,তিল,ধানসহ নানা ধরনের ফসল। কৃষকরা পরছে চরম বেকায়দায়। বেশিরভাগ ফসল কাঁচা থাকার কারণে ফসল ঘরে তুলতে পারছে না অনেক কৃষকরা। অনেকে আবার আধা পাকা ফসলই তুলছে ঘরে। কারো কারো ফসল উঠাতে পারছে না বেশি পানির কারণে। এই জন্য অনেক কৃষকদেরই লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। কৃষক আ.ওহাব জানান আমার ফসল এবার পানিতে তলিয়ে যাচ্ছে।ফসল ঘরে তুলতে পারছি না। অনেক ক্ষতি হচ্ছে এবার। কুসুমহাটির কৃষক ইউসুফ জানান” হঠাৎ করে পানি বাড়ার কারনে ফসল তলিয়ে যাচ্ছে। বাদাম এখনো ঠিকমতো পাকে নাই। কাঁচা বাদাম ই ঘরে তুলতে হচ্ছে।” মাহমুদপুরের আরেক ক্ষৃক রনি জানান অনেক টাকা খরচ কইরা ফসল বুনছি আর তা এখন পানিতে ‘নিয়ে যাচ্ছে। আমার অনেক টাকা লোকসান হবে। জানা যায়, উজানের পাহাড়ি ঢলে বৃহস্পতিবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। শনিবার সকাল ৯টায় পদ্মা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে হঠাৎ করে আকস্মিক পানি বৃদ্ধির কারণে দোহার উপজেলায় নদীর বুকে কৃষকের বাদাম, ভুট্টা, পাট, ধান, পেঁয়াজ, রসুন, কালাই সহ বিভিন্ন ফসল ডুবে গেছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। দোহার উপজেলার মাহমুদপুর ইউয়িনের কৃষক আব্দুস সালাম জানান, নদীর পানি বাড়ার কারণে আবাদী জমি এখন পানি উঠছে। শুষ্ক মৌসুমে পদ্মার বুকে চাষাবাদই আমাদের সারা বছরের খাবারের যোগান দেয়। নদীর বুকে, পেঁয়াজ-রসুন, লাল শাক ও ধান ও পাট লাগিয়েছিলাম। হঠাৎ বন্যায় সব ফসল পানিতে তলিয়ে গেছে। এ বছর কীভাবে চলব, ভেবে পাচ্ছি না। একই এলাকার কৃষক মেহের মোল্লা বলেন,হঠাৎ পানি বাড়ায় আমরা খুব বিপদে পরেছি।আমার বাদাম তলিয়ে যাচ্ছে। এদের মতো অনেক কৃষকের ক্ষেত পানিতে তলিয়ে রয়েছে। নদীর বুকে চাষ করা ভুট্টা, বাদাম, ধান পাট তলিয়ে গেছে। কৃষকরা ফসল ঘরে তুলার আগেই তাদের স্বপ্ন ভাসছে পানিতে। নদীর পানি যদি আরো বাড়তে থাকে পদ্মা পাড়ের কৃষকরা আরো ক্ষতির সম্মুখিন হবে। এই অসহায় ক্ষৃকদের বাকি ফসল ঘরে তুলতে পারুক। লোকসানের মাত্রা কিছুটা কম হোক এমনটাই প্রত্যাশা সকলের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com