দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, যোগ্যতা ও মেধাকে দেশের জন্য সম্প্রসারণ করাই হচ্ছে আমিই পারি চেঞ্জ মেকার এ্যাওয়াড। আমাদের কর্মের ভূমিকা সমাজে কতটুকু অবদান রাখবে সে কাজ করতে উৎসাহিত, অনুপ্রাণিত করবে এই পরিবর্তনশীল এ্যাওয়ার্ড। গত শুক্রবার রাতে বালুবাড়ী এমবিএসকে মিলনায়তনে আমিই পারি নেটওয়ার্ক রংপুর বিভাগ এর আয়োজনে দিনাজপুর উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ৪ নং শেখপুরা ইউনিয়ন পরিষদ, সদর দিনাজপুরের সহযোগিতায় চেঞ্জ মেকারদের মাঝে চেঞ্জ মেকার এ্যাওয়ার্ড-২০২১ প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর, গ্রাসরুট কো-অপারেশন, রংপুর ও ডিএইচডিসি বিরামপুর, কোলনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি (কেএমবিএস), ব্রীসডো, চিরিরবন্দর দিনাজপুরের ব্যববস্থাপনায় চেঞ্জ মেকার এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিডিসির নির্বাহী পরিচালক ও আমিই পারি নেটওয়ার্ক, রংপুর বিভাগের সমন্বয়ক যাদব চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধূরী মাইকেল, শহর সমাজ সেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জান্নাতুস সাফা শাহীনুর এর পক্ষে সিনিয়র সহ সভাপতি খ্রীষ্টিনা লাভলী দাশ, ব্রীসডো’র নির্বাহী পরিচালক মির্জা ওবায়েদুর রহমান, গ্রাসরুড কো-অপারেশন রংপুর প্রতিনিধি ও সার্প রংপুরের নির্বাহী পরিচালক মোঃ আবুল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেস ওয়াটার ও টেকনোলজি ব্যবস্থাপক পরিচালক মোঃ লিওন চৌধূরী, বাংলাদেশ প্রেসক্লাব কাহারোল শাখার সভাপতি রশিদুল ইসলাম টিপু, সহ-সভাপতি মোঃ আরমান সরকার, সমাজসেবক মোঃ আজমল হাবীব চৌধূরী জুয়েল, বিশিষ্ট কবি সাহিত্যিক, গবেষক মোঃ জবায়ের আলী জুয়েল, শহিদ জমিরউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, প্রাক্তন শিক্ষক দেবেশ চন্দ্র রায় ও ক্যাম্পাস থিয়েটার আন্দোলন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোসাঃ মাসুমা খাতুন। প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপি চেঞ্জ মেকারদের হাতে চেঞ্জ মেকার এ্যাওয়ার্ড (ক্রেস্ট) প্রদান করেন।