গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভালো কাজের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা মূল্যায়নে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভূমি অফিসার তিতাস উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ এবার চট্রগাম বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ এসিল্যান্ড মনোনীত হয়েছেন।এর মধ্য দিয়ে এসিল্যান্ড তিতাস এখন দেশসেরা ৮ জন এসিল্যান্ড এর একজন। কর্মদক্ষতা, সততা ও জনসেবার ওপর ভিত্তি করে সমগ্র বাংলাদেশের ৫০৯টি ভূমি অফিস এর এসিল্যান্ডদের মধ্যে কে এম আবু নওশাদ প্রথমে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ এবং পরবর্তীতে চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে তাকে বৃহস্পতিবার বিকেলে জাতীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়েছে। জাতীয় ভূমি সপ্তাহ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রনালয়ের সচিব মোস্তাফিজুর রহমান পিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রী সাইফুজ্জাম চৌধুরী তিতাসের এসিল্যান্ড কে এম আবু নওশাদ কে এই সম্মাননা স্মারক প্রদান করেন। মুন্সীগঞ্জের কৃতি সন্তান ৩৫ তম বিসিএস প্রশাসনের চৌকস অফিসার কে এম আবু নওশাদ ১ বছর পূর্বে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে কুমিল্লা জেলার তিতাস উপজেলায় যোগদান করেন। এই কয়েক মাসে শত ভাগ সততার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজার দিয়ে ফসলি জমি কেটে বালু বিক্রিকারীদের বিরুদ্ধে অভিযান, সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জমি উদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং, করোনো প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার সহ বিনামূল্যে মাস্ক বিতরণ, মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধীকে বিভিন্ন মেয়াদী কারাদ- ও অর্থদন্ডের শাস্তি দিয়েছেন। তাঁর ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। তিনি এর আগে সাজেক খ্যাত বাঘাইছড়ি, রাঙ্গামাটির এসিল্যান্ড হিসেবে শততার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। জেলা ও বিভাগের শ্রেষ্ঠ ভূমি অফিসার হওয়ায় সহকারী কমিশনার (ভূমি)কে এম আবু নওশাদ কে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। এ সম্মাননা অর্জনে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিতাসে এসিল্যান্ড কে এম আবু নওশাদ।