বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

জামালপুর মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শেরপুর জেলা পরিষদ সেমিফাইনালে

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২

জামালপুরে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়াটার ফাইনালে শেরপুর জেলা পরিষদ দল ময়মনসিংহ সিটি করপোরেশন দলকে দুই শূন্য গোলে (০-২) পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। গত ২০ মে (শুক্রবার) বিকেলে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম অত্যাধুনিক স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। ২১ মে (শনিবার) বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়াটার ফাইনালে মুখোমুখি হবে টাঙ্গাইল জেলা দল ও বগুড়ার সোনাতলার আব্দুল মান্নান স্পোর্টস একাডেমি দল। মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়াটার ফাইনালে স্টেডিয়ামের চারদিকের দর্শক গ্যালারি ছিল কানায় কানায় ভরা। ময়মনসিংহ সিটি করপোরেশন দল ও শেরপুর জেলা পরিষদ দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। খেলায় ময়মনসিংহ সিটি করপোরেশন দলের ফুটবলাররা প্রাণপণ চেষ্টা করেও শেষ পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি। ফলে দুই শূন্য (০-২) গোলে বিজয়ী হয়ে সেমিফাইনালে উঠেছেয় শেরপুর জেলা পরিষদ দল। বিজয়ী দল শেরপুরের পক্ষে প্রথমার্ধে প্রথম গোলটি করেন চার নম্বর জার্সি পরিহিত সিজার এবং দ্বিতীয়ার্ধে শেরপুরের পক্ষে আরো একটি গোল করেন নয় নম্বর জার্সি পরিহিত জুয়েল। এই খেলায় সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের সিজার। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহ আলম।খেলা শুরুর আগে টুর্নামেন্ট উপ-কমিটির সদস্য সচিব ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পদক মির্জা জিল্লুর রহমান শিপনের সভাপতিত্বে মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুজিব শতবর্ষ উদযাপন জেলা কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক মো. হুমায়ুন কবীর রোমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। টুর্নামেন্ট উপ-কমিটি সূত্র জানায়, ২১ মে (শনিবার) বিকেলে এই টুর্নামেন্টের দ্বিতীয় কোয়াটার ফাইনালে মুখোমুখি হবে টাঙ্গাইল জেলা দল ও বগুড়ার সোনাতলার আব্দুল মান্নান স্পোর্টস একাডেমি দল। ২৪ মে ও ২৫ মে দুটি সেমিফাইনাল খেলা শেষে আগামী ২৭ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ, গত বছরের ২৮ মার্চ ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপিসহ অন্যান্য অতিথিদের নিয়ে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেরও শুভ উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ময়মনসিংহ সিটি করপোরেশন, টাঙ্গাইল, শেরপুর ও বগুড়া জেলা, কুড়িগ্রামের রৌমারী উপজেলা এবং জামালপুর জেলার জামালপুর সদর উপজেলা, জামালপুর পৌরসভা, মেলান্দহ উপজেলা, মাদারগঞ্জ পৌরসভা, দেওয়ানগঞ্জ উপজেলা, সরিষাবাড়ী উপজেলা ও ইসলামপুর উপজেলা একাদশ খেলায় অংশ গ্রহণ করে। কিন্তু সে সময় কোভিড-১৯(করোনা) পরিস্থিতির চরম অবনতি হলে গত বছর ৩ এপ্রিল ফুটবল টুর্নামেন্ট স্থগিত ঘোষনা করে কর্তৃপক্ষ। ফলে টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা স্থগিত হয়ে যায়। এ বছর ২০ মে (শুক্রবার) থেকে ফের টুর্নামেন্ট শুরু হওয়ায় জামালপুরের ফুটবলপ্রেমী হাজারো দর্শকদের মনে প্রাণে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com