সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠন ছাড়া বিপ্লব সম্ভব নয়। ইসলামী জ্ঞানের প্রসারের জন্য অধ্যয়ন ও গবেষণার বিকল্প নেই। তিনি টাঙ্গাইল জেলার কুমারখালীতে আল ইমাম ইসলামিক সেন্টার পরিদর্শন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ, ইমাম আলী ওয়েলফেয়ার ট্রাস্ট লিমিটেডের পরিচালক অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, উপজেলা সেক্রেটারি খন্দকার কবির হোসেন, মির্জাপুর পৌরসভা আমীর অধ্যাপক মহিবুর রহমান, স্থানীয় ওয়ার্ড সভাপতি কারী জহিরুল ইসলাম সরকার, গোড়াই ইউনিয়ন আমীর মুহাম্মদ শাহজাহান, আল ইমাম মসজিদের খতিব মাওলানা সানাউল হক, আল ইমাম ইসলামিক সেন্টারের উপদেষ্টা ওয়াজ উদ্দিন সিকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।